গ্রামীন এর বন্ধ সিমের অফার
প্রায় প্রত্যেকেরই গ্রামীণফোনের একাধিক সিম রয়েছে তবে সব সময় চালু রাখে না বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সিম গুলোকে ব্যবহার করে থাকে আপনার যদি একটি গ্রামীণফোন এর বন্ধ সিম থেকে থাকে তাহলে নিচের আকর্ষণীয় অফার গুলো আপনার জন্য প্রযোজ্য।
দেখুনঃ ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম কেনা হয়েছে জেনে নিন
তাহলে চলুন জেনে নেওয়া যাক জিপি বন্ধ সিমের অফার গুলো কি! গ্রামীণফোন এর বন্ধ সিমের অফার সর্বপ্রথম আপনাকে যেটি জানতে হবে সেটি হচ্ছে আপনার সিমটি কি বন্ধ সিমের আওতাভুক্ত কিনা।
জিপি বন্ধ সিম চেক করার নিয়ম
গ্রামীণফোন এর বন্ধ সিমের অফার এর আওতাভুক্ত আছেন কিনা সেটি চেক করার জন্য খুব সহজেই আপনার ফোন থেকে ডায়াল করুন *১২১*৫৫৫৫#
এবার আপনি যদি বন্ধ সিমের অফার এর জন্য নিশ্চিত হয়ে থাকেন তাহলে নিচের অফার গুলো দেখে নিতে পারেন। গ্রামীণফোন এর বন্ধ সিমের অফার নিত্য নতুন ভাবে পরিবর্তন হয়ে থাকে তাই উপরের ডায়াল কোডটা ডায়াল করে নেবেন।
আরোঃ টেলিটক ২ জিবি ইন্টারনেট মাত্র ১৭ টাকা মেয়াদ ১৫ দিন
জিপি বন্ধ সিম অফার
অফার | কোড |
১৫৮ টাকা, ২৫০ মিনিট + ১০ জিবি, ৩০ দিন | *১২১*৫৫২৫# |
৪৭ টাকা, ৫ জিবি, ৭ দিন | *১২১*৫৫৩০# |
৩০ টাকা, ১ জিবি + ৩০ মিনিট, ৭ দিন | *১২১*৫৫২০# |
জিপি বন্ধ সিম অফার ১৫৮ টাকা
158 টাকা দিয়ে 250 মিনিট সাথে 10 জিবি ইন্টারনেট পাবেন গ্রামীন বন্ধ সিমের গ্রাহকরা এই অফারের মেয়াদ থাকবে 30 দিন, গ্রাহকরা *১২১*৫৫২৫# কোড ডায়াল করে অফারটি কিনতে পারবেন।
জিপি বন্ধ সিম অফার ৪৭ টাকা@৫জিবি
মাত্র 47 টাকা দিয়ে পাওয়া যাবে সাপ্তাহিক ইন্টারনেট প্যাকেজ ইন্টারনেট ভলিউম 5 জিবি এবং মদ পাওয়া যাবে সাত দিন অফারটি ওরা খুব সহজেই ডায়াল কোড দিয়ে কিনতে পারবে *১২১*৫৫৩০#
জিপি বন্ধ সিম অফার ৩০ টাকা
ছোটর মধ্যে একটি কম্ব প্যাকেজ মাত্র 30 টাকা দিয়ে 1 জিবি ইন্টারনেট সাথে 30 মিনিট কথা বলা যাবে যে কোন লোকাল নাম্বারে এই প্যাকেজটি মেয়াদ 7 দিন। জিপি বন্ধ সিমের অফার প্যাকেজটি কিনতে ডায়াল করুন *১২১*৫৫২০#
গ্রামীন এর বন্ধ সিমের অফার কিছু কথাঃ
- উপরের অফারগুলো কেবলমাত্র বন্ধ সিমের নির্দিষ্ট গ্রাহকরা উপভোগ করতে পারবে
- আপনি এই অফারের আওতাভুক্ত কিনা সেটা চেক করতে ডায়াল করুন *১২১*৫৫৫৫#
- উপরের প্রত্যেকটি অফার সর্বোচ্চ তিনবার করে একজন গ্রাহক একটিভ করতে পারবে
- জিপি বন্ধ সিমের অফার টি নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য
- অফারের মেয়াদ জানতে ডায়াল করুন *১২১*১*২#