জিপি গ্রাহকরা নিজের স্পেশাল অফার জানবেন যেভাবে
জিপি গ্রাহকরা নিজের স্পেশাল অফার জানবেন যেভাবে! বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটর সার্ভিস দাতা হচ্ছে গ্রামীণফোন লিমিটেড।
আমরা বেশিরভাগ মানুষই গ্রামীণফোন ব্যবহার করে থাকি, প্রাইমারি সিম হিসেবে ব্যবহার না করলেও একটি সিম গ্রামীণ থাকতেই হবে। যাই হোক আজকের এই আর্টিকেলে আমরা শেয়ার করব কিভাবে নিজের গ্রামীণফোনের স্পেশাল অফার জানা যায়।
আরোঃ নগদ এ জিপি রিচার্জ ক্যাশব্যাক অফার
প্রথমেই আমরা জেনে নেব নিজের জিপি নাম্বারে স্পেশাল অফার কিভাবে জানা যায়! মাই জিপি অফার টি কয়েক ভাবে জানা যায়, প্রথমত এটি মাই জিপি অ্যাপ এর মাধ্যমে এরপর সরাসরি গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে এরপরে আপনার মুঠোফোনে ইউএসএসডি কোড ডায়াল করে জানা যাবে।
গ্রামীণফোনের ওয়েবসাইট থেকে মাই অফার দেখার নিয়ম।
- প্রথমে সরাসরি গ্রামীণফোনের নির্দিষ্ট এই লিংকে ক্লিক করুন
- আপনার নাম্বারটি লিখে >মাই অফার খুঁজে নিন এই বাটনে ক্লিক করুন
- এরপর আপনার নাম্বারে গ্রামীণফোন (জিপি) থেকে একটি ওটিপি কোড আসবে সেটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। (ভুলেও এই ওটিপি কোড টি কখনোই কারো সাথে শেয়ার করবেন না)
সাবমিট এ ক্লিক করার পর নিচে আপনার অফার গুলো দেখতে পাবেন, সেখান থেকে প্রয়োজন মতো বাই নাও এ ক্লিক করে কিনতে ও পারবেন।
ইউএসএসডি কোড ডায়াল করে মাই অফার দেখার নিয়ম।
জিপি গ্রাহকরা নিজের স্পেশাল অফার জানবেন যেভাবে, আপনার মোবাইল থেকে *১২১# ডায়াল করুন এরপর My Offer অর্থাৎ ৫ নাম্বার অপশনে ক্লিক করুন দেখবেন আপনার কাংখিত অফারগুলো চলে আসছে।
এছাড়াও মাই জিপি অ্যাপ থেকে অফার সেকশনে ক্লিক করে মাই অফার অপশনটি সিলেক্ট করলেই আপনার কাঙ্খিত অফারগুলো শো করবে সেখান থেকে আপনি পছন্দ মতো কিনে নিতে পারবেন।