রবির সাফল্য অর্জন ৫ কোটি গ্রাহকের মাইলফলক
বাংলাদেশের শীর্ষ স্থানীয় মোবাইল অপারেটর সেবাদাতা রবি আজিয়াটা লিমিটেড 5 কোটি গ্রাহকের মাইলফলক সাফল্য অর্জন করেছে এমনটি জানিয়েছেন জনপ্রিয় এই মোবাইল অপারেটর কোম্পানি। রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ আজ বুধবার 1 অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেখুনঃ ওয়ালটন ল্যাপটপ এক্সচেঞ্জ, পুরাতন ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ
পাঁচ কোটি গ্রাহক অর্জনের উপলক্ষে রবি এবং এয়ারটেল গ্রাহকদের জন্য 200mb ফ্রী ওই সকল গ্রাহকদের জন্য যারা টেন মিনিট স্কুল অ্যাপ টি ইন্সটল করে প্রথমবার লগইন করবে তারা বিনামূল্যে 200 এমবি ফ্রি পাবে এই অফারটি এখন থেকে নিয়ে আগামী মাস পর্যন্ত চালু থাকবে।
রবি পাঁচ কোটি গ্রাহক উপলক্ষে প্রায় বাংলাদেশের 50 টি জেলায় এতিমখানায় খাবার বিতরণ করবে বলে জানিয়েছে রবির পক্ষ থেকে মাহাতাব।
বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, “রবিকে এ মাইলফলক অর্জনের জন্য অভিনন্দন। আমি বিশ্বাস করি এই অর্জন রবির প্রতি মানুষের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি নিশ্চিত উদ্ভাবনী ডিজিটাল সেবা এবং মানসম্পন্ন সেবার মাধ্যমে রবি জনগণের এ আস্থার প্রতিদান দেবে।”
আরোঃ ব্যাংক একাউন্ট নিরাপদ রাখতে যা করবেন (গুরুত্বপূর্ণ)
রবির সাফল্য অর্জন ৫ কোটি গ্রাহকের মাইলফলক
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, রবির পাঁচ কোটি গ্রাহক অর্জনের জন্য গর্বিত মনে করছেন, প্রতিষ্ঠানটি সামনে আরো দীর্ঘস্থায়ী এবং উন্নত করুক এমন প্রত্যাশা করেছেন মোস্তফা জব্বার।