টেলিটক ২ জিবি ইন্টারনেট মাত্র ১৭ টাকা মেয়াদ ১৫ দিন
টেলিটক ২ জিবি ইন্টারনেট মাত্র ১৭ টাকা মেয়াদ ১৫ দিন! টেলিটক এটি হচ্ছে বাংলাদেশের নিজস্ব মোবাইল অপারেটর সার্ভিস, নেটওয়ার্কের দিক দিয়ে অনেকটা দুর্বল হলেও অফার এদিক দিয়ে সবচাইতে বেশি দিয়ে থাকে টেলিটক বাংলাদেশ। যে সমস্ত এলাকায় টেলিটকের ভালো নেটওয়ার্ক পাওয়া যায় তারা এই অফার গুলো অনায়াশেই নিয়ে ব্যবহার করতে পারেন। টু জিবি ইন্টারনেট মাত্র 17 টাকা মেয়াদ 15 দিন।
দেখুনঃ এখন টেলিটক ৪৪৫ টাকায় ৪৫ জিবি মেয়াদ ৩০ দিন
১৭ টাকায় ২ জিবি কোড টা কি?
২ জিবি ইন্টারনেট মাত্র ১৭ টাকা (সকল চার্জ অন্তর্ভুক্ত); মেয়াদ ১৫ দিন অফারটি পেতে ১৭ টাকা রিচার্জ অথবা, ডায়াল করুন *১১১*১৭# স্পেশাল ইন্টারনেট অফারটি প্রতি ১৫ দিনে একবার, মাসে সর্বোচ্চ দুইবার নেওয়া যাবে।
মুল্য | অফার | মেয়াদ | একটিভ কোড |
---|---|---|---|
৳১৭ | ২ জিবি | ১৫ দিন | *১১১*১৭# |
টেলিটকের আরো অনেক বড় বড় ইন্টারনেট প্যাকেজ রয়েছে যেগুলো খুবই সাশ্রয়ী দামে কিনে ব্যবহার করতে পারবেন, তবে আপনার যদি জানা না থাকে আপনার এলাকায় টেলিটকের নেটওয়ার্ক কতটা ভালো তবে অবশ্যই ছোট একটি ইন্টারনেট প্যাকেজ কিনে প্রথমে ট্রাই করে নিবেন।
তবে টেলিটকের ছোট প্যাকেজের মধ্যে বেশি মেয়াদে ইন্টারনেট প্যাকেজ ২ জিবি ইন্টারনেট মাত্র ১৭ টাকা মেয়াদ ১৫ দিন, এ ধরনের ইন্টারনেট প্যাকেজ গুলো সত্যিই অসাধারন কারণ মাত্র 17 টাকা দিয়ে 15 দিন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
যে সকল গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করেন তারা এই প্যাকেজটি নিঃসন্দেহে কিনে নিতে পারেন।
আরোঃ টেলিটক বন্ধ সিম অফার আকর্ষণীয় সব সুযোগ রয়েছে
টেলিটক ২ জিবি ইন্টারনেট মাত্র ১৭ টাকা মেয়াদ ১৫ দিন
- শুধুমাত্র টেলিটক প্রিপেইড কাস্টমার নিতে পারবে
- 2 জিবি ইন্টারনেট।
- মূল্য মাত্র 17 টাকা
- মেয়াদ 15 দিন
- মাসের সর্বোচ্চ দুই বার কেনা যাবে
- 15 দিনে সর্বোচ্চ একবার কেনা যাবে
- প্যাকেজটি কিনতে ডায়াল করুন *১১১*১৭#
- অথবা নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জ করলেও হবে
- ইন্টারনেট ব্যালেন্স দেখতে *১৫২# ডায়াল করুন