জিপি এসএমএস প্যাক ২০২২ – GP SMS Offer
অনেক সময়ে আমাদের এসএমএস হয়ে পড়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকেই এসএমএস করতে খুব বেশি পছন্দ করে, বিশেষ করে প্রিয় মানুষদেরকে এসএমএস করেই সব কিছু জানাতে আলাদা একটু ভালো লাগে।
আপনি যদি গ্রামীণফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার সাশ্রয়ের জন্য এসএমএস প্যাক কিনে রাখতে পারেন কারণ জিপির অনেকগুলো এসএমএস অফার রয়েছে, আজকের এই পোস্টে আপনাদেরকে গ্রামীনফোনের এসএমএস প্যাক সম্পর্কে জানাবো এবং আরো জানাবো কিভাবে সেগুলো কিনতে হয়।
দেখুনঃ জিপি ১২জিবি ২৬০ টাকা অফার কোড জেনে নিন
জিপি এসএমএস প্যাক কিভাবে কিনব?
আপনি জিপি এসএমএস প্যাকেজ গুলো কয়েকভাবে কিনে ব্যবহার করতে পারবেন তার মধ্যে আপনার মোবাইল থেকে ইউএসএসডি কোড ডায়াল করে কিনতে পারবেন, আপনি যদি গ্রামীণফোনের মাই জিপি অ্যাপ ব্যবহার করে থাকেন সেখান থেকেও খুব সহজেই জিপি এসএমএস কিনতে পারবেন।
এছাড়াও আপনি গ্রামীণফোন ফ্লেক্সি প্ল্যান ব্যবহার করে নিজের ইচ্ছামত এসএমএস প্যাকেজ কিনে ব্যাবহার করতে পারবেন, আরো আছে জিপি সিম মেনু থেকে এসএমএস প্যাকেজ কেনা যায়।
জিপি এসএমএস প্যাক (ডায়াল করে)
জিপি 25 এসএমএস সবচেয়ে সাশ্রয়ী দামে এবং এটি গ্রামীনফোনে সবচেয়ে ছোট এসএমএস বান্ডেল প্যাকেজ, গ্রামীণফোনের 25 এসএমএস প্যাকেজ কিনতে ডায়াল করুন *121*1015*2# এসএমএস কেনার পর এই প্যাকেজটি মেয়াদ পাবেন তিন দিন।
100 এসএমএস গ্রামীণফোন দিচ্ছে মাত্র 7 টাকায়, এসএমএস প্যাক টি ব্যবহার করা যাবে চার দিন, যারা প্যাকেজটি পছন্দ করেন এই কোডটি *121*1015*1# ডায়াল করে কিনে নিতে পারেন
মূল্য | এসএমএস | মেয়াদ | একটিভ কোড |
---|---|---|---|
২ টাকা | ২৫ (জিপি-যেকোন) | ৩ দিন | *121*1015*2# |
৭ টাকা | ১০০ (জিপি-জিপি) | ৪ দিন | *121*1015*1# |
জিপি এসএমএস অফার ফ্লেক্সিপ্লান
গ্রামীণফোনের ফ্লেক্সিপ্লান ব্যবহার করে এসএমএস প্যাকেজ কিনতে চাইলে আপনি গ্রামীনফোনে ফ্লেক্সিপ্লান ওয়েব সাইটে প্রবেশ করতে হবে অথবা আপনার যদি মাই জিপি অ্যাপ থাকে সেখান থেকে ফ্লেক্সিপ্লান নির্বাচন করে এসএমএস কিনতে পারেন। আপনি চাইলেই জিপি 200 এসএমএস 500 এসএমএস এখান থেকেও কিনতে পারবেন।
আরোঃ বাংলালিংক ৪জি সিম ফ্রি রিপ্লেস করুন সাথে ৮জিবি ইন্টারনেট বোনাস
এবার আপনার ইচ্ছামত আপনি কত এসএমএস প্যাকেজ কিনতে চান সেটা সিলেক্ট করে এবং সেই এসএমএস প্যাকেজ এর মেয়াদ কতদিন রাখতে চান সেটি সিলেক্ট করে কিনতে পারবেন খুব সহজেই।
জিপি এসএমএস ব্যালেন্স কিভাবে দেখবো?
খুবই কমন একটি প্রশ্ন এবং এটি খুবই জরুরী একটি বিষয় আপনি কত এসএমএস খরচ করেছেন এবং আপনার অবশিষ্ট কতগুলো এসএমএস এখনো বাকি আছে সেই বিষয়টি দেখার জন্য *566*18# অথবা *121*1*2# ডায়াল করলেই আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার এসএমএস ব্যালেন্স।
জিপি এসএমএস প্যাক ২০২২ – GP SMS Offer
- শুধুমাত্র গ্রামীণফোনের ব্যবহারকারীরা এই এসএমএস গুলো কিনে ব্যাবহার করতে পারবেন
- আপনি যদি গ্রামীণফোনের স্কিটো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই অফার আপনি পাবেন না
- গ্রামীণফোন যেকোনো সময় এই অফার পরিবর্তন অথবা বাতিল করতে পারে
- ফ্লেক্সিপ্লান জিপি এসএমএস প্যাকেজ জিপি থেকে যেকোনো নাম্বারে সেন্ড করা যাবে
- মেয়াদ শেষ হলে আপনার অবশিষ্ট থাকা এসএমএস গুলো বাতিল বলে গণ্য হবে