জিপি ১২জিবি ২৬০ টাকা অফার কোড জেনে নিন
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটর গ্রামীণফোন নিয়ে এলো কিছু স্পেশাল গ্রাহকদের জন্য দারুন একটি ইন্টারনেট অফার প্যাকেজ, আমার কাছে এই অফারটি খুবই চমৎকার লেগেছে 12 জিবি ইন্টারনেট মাত্র 260 টাকা মেয়াদ থাকবে 30 দিন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই অফারটি যেসকল গ্রাহক ব্যবহার করতে পারবে না শুধুমাত্র কিছু নির্বাচিত গ্রামীণফোন ইউজাররা অফারটি নিতে পারবে।
আরোঃ এখন টেলিটক ৪৪৫ টাকায় ৪৫ জিবি মেয়াদ ৩০ দিন
জিপি 12 জিবি 260 টাকা অফার কোড আপনাদের সাথে শেয়ার করব কারণ এই অফার সংক্রান্ত একটি এসএমএস আমাদের একজন গ্রাহকের মোবাইলে গ্রামীণফোন থেকে এসএমএস এসেছে, কিভাবে জিপি ১২জিবি ২৬০ টাকা অফার একটিভ করতে হয় গ্রামীণফোন সিটি বলে দিয়েছে।
আমি জানি একজন গ্রাহক সবসময় কিছু আকর্ষণীয় অফার পেলে আনন্দিত হয় সেই জন্যই গ্রামীণফোন মাঝে মধ্যেই তাদের নিজের কিছু বাছাইকৃত কাস্টমারদের কে এরকম লোক নিয়োগ অফার দিয়ে থাকে, আপনি যদি এই অফার সংক্রান্ত এসএমএস পেয়ে যান তাহলে অবশ্যই আপনি এই অফারটি নিতে পারবেন।
তবে আপনার ফোনে যদি এই ধরনের অফার সংক্রান্ত কোন এসএমএস না আসে তবুও আপনি আমাদের নেওয়া একটিভ কোড দিয়ে ট্রাই করে দেখতে পারেন এতে আপনার অফারটি যদি একটিভ না হয় তাহলে আপনার ফোন থেকে কোন ধরনের টাকা কেটে নেবে না।
গ্রামীণফোনের 12 জিবি ইন্টারনেট এর অফারটি যেসকল গ্রাহকরা পাবে তারা এক্টিভেশন কোড অথবা মাই জিপি অ্যাপ থেকেও অফারটি গ্রহণ করা যাবে, জিপি ১২জিবি ২৬০ টাকা অফার কোড *১২১*৫১৪৫#
প্রিয় গ্রাহক এই ধরনের অফার গুলোতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া থাকে, তাই আমাদের এই পোস্টটি দেখামাত্রই আপনি এই অফারটি এক্টিভিশন করার জন্য চেষ্টা করুন। এই জিপি ১২জিবি ২৬০ টাকা অফারটি একটিভ না হলে আমাদের উপর কোন ধরনের দায়বদ্ধ করবেন না, কারণ এটি নির্দিষ্ট গ্রাহকদের জন্যই প্রযোজ্য আমরা কেবল মাত্র আপনাদের সুবিধার্থে এই অফারটি এক্টিভেশন কোড শেয়ার করলাম।
দেখুনঃ জিপি স্টার গ্রাহকদের সিম রেপ্লেসমেন্ট ফ্রি
জিপি ১২জিবি ২৬০ টাকা অফার কোড জেনে নিন
মুল্য | অফার | মেয়াদ | কোড |
---|---|---|---|
২৬০ টাকা | ১২জিবি | ৩০ দিন | *১২১*৫১৪৫# |
- এই অফারটি শুধুমাত্র নির্বাচিত কিছু জিপি কাস্টমার দের জন্য প্রযোজ্য
- আপনি এই অফারটি যদি পেয়ে থাকেন তাহলে এসএমএস অপশনে গিয়ে অফার সংক্রান্ত তথ্য ফলো করুন
- অথবা আপনি চাইলে আমাদের দেওয়া এক্টিভেশন কোড দিয়ে আপনি অফারটি পাবেন কিনা সেটা যাচাই করে নিন
- জিপি ১২জিবি ২৬০ টাকা
- অফারটি একটিভ করতে গ্রামীনফোন থেকে ডায়াল করুন *১২১*৫১৪৫#
- আপনার ইন্টারনেট ব্যালেন্স দেখতে ডায়াল করতে হবে *১২১*১*৪#
- এই অফারটি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে
- অফারে অতিরিক্ত কোনো চার্জ নেই অর্থাৎ 260 টাকার মধ্যেই সমস্ত ভ্যাট অন্তর্ভুক্ত।