বাংলালিংক ৪জি সিম ফ্রি রিপ্লেস করুন সাথে ৮জিবি ইন্টারনেট বোনাস
বাংলালিংক ৪জি সিম ফ্রি রিপ্লেস করুন সাথে ৮জিবি ইন্টারনেট বোনাস! যারা এখনো বাংলালিংকের পুরাতন 3g/2g সিম ব্যবহার করছেন তারা খুব সহজেই 4g সিম আপগ্রেড করে নিতে পারেন, বাংলালিংক একটি সুযোগ দিয়েছে ফ্রিতে সিম রিপ্লেস করা যাবে সেই সাথে তারা ৮জিবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে, তবে এই ফ্রি রিপ্লেসমেন্ট এর অফারটি সকল গ্রাহকরা পাবেনা। আপনার মোবাইলে একটি কোড ডায়াল করে জানতে পারবেন আপনার বাংলালিংক সিম রিপ্লেস করা যাবে কিনা
আরোঃ এয়ারটেল ৮ টাকা মিনিট প্যাক, ১২ মিনিট যেকোন নাম্বারে ১২ ঘন্টা
বাংলালিংক মানেই হল দেশের সেরা অফার, ইন্টারনেট এবং আমাদের দেশের সেরা নেটওয়ার্ক, আপনার যদি একটি পুরানো বাংলালিংক সিম থেকে থাকে তাহলে আপনার জন্য আজকে থাকছে বিশাল অফার। একদম ফ্রিতে পাবেন ৮জিবি ইন্টার নেট।
বাংলালিংক সিম 4g তে চালু হয়েছে ।কিন্তু আমি কিভাবে জানবো আমার ফোন কিংবা সিম 4g কিনা । এর সমস্যা সমাধান পাব আমরা আমাদের মোবাইল থেকে সিম। 4g কিনা সেটি বিনামূল্যে জানা যাবে নিজের মোবাইল কিংবা সিমের মাধ্যমে । মোবাইল সিম কোম্পানি কিছু নম্বর দিয়েছে যা ডায়াল করে এবং মেসেজের মাধ্যমে জানতে পারবো ।ডায়াল করার পর পরবর্তী মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার সিমটি ৪জি কি না । এরই মধ্যে আবার হয়ত মোবাইল অপারেটরগুলো ফোরজি সেবা পেতে আগ্রহী ব্যক্তিদের গ্রাহকসেবা কেন্দ্রে সিম নিয়ে নেওয়ার জন্য মেসেজ পাঠিয়ে
প্রিয় বাঙালি ব্যবহারকারীরা ফ্রি রিপ্লেসমেন্টে অফার আপনি পাবেন কিনা জানতে ডায়াল করুন *৫০০০*৪০#, এটি একটি বাংলালিংক এর অফিশিয়াল অফার সুতরাং আপনি যদি এই কোড ডায়াল করার পর জানতে পারেন অফারটি আপনার জন্য প্রযোজ্য নয় তাহলে আপনাকে অবশ্যই নির্ধারিত ফি দিয়ে 4g সিম রিপ্লেস করতে হবে।
দেখুনঃ এখন টেলিটক ৪৪৫ টাকায় ৪৫ জিবি মেয়াদ ৩০ দিন
আপনার পুরাতন বাংলা লিংক ৩জি সিম টি আপনি আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার থেকে ৪জিতে কনভার্ট বা ৪জি রিপ্লেসমেন্ট করে নেন। তাহলে আপনি পাবেন ৮জিবি ইন্টার নেট বোনাস । এই ৮জিবি আপনারা সকল ৩জি গ্রাহককেই পাবেন যদি আপনারা আপনার ৩জি সিম ৪জি তে কনভার্ট বা রিপ্লেস্মেন্ট করে নেন।
বাংলালিংক ৪জি সিম ফ্রি রিপ্লেস করুন সাথে ৮জিবি ইন্টারনেট বোনাস
- 3G সিমটি 4G সিম-এ ফ্রিতে রিপ্লেস করতে পারবেন (শুধুমাত্র নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য।
- রিপ্লেসমেন্টের পর, গ্রাহককে ৩০ দিনের মধ্যে ফ্রি ৮GB (৪GB + ৪GB_4G) ফাস্টেস্ট ইন্টারনেট বোনাস
- মেয়াদ ৭ দিন
- উপভোগ করতে ডায়াল করতে হবে *৫০০০*১২৩#
- ফ্রি রিপ্লেসমেন্ট অফার আপনি পাবেন কিনা জানতে এস এম এস টাইপ করুন “Free4G” এবং পাঠিয়ে দিন ২৫০০ নম্বরে
- *৫০০০*৪০# নম্বর ডায়ালের মাধ্যমেও ফ্রি রিপ্লেসমেন্ট অফার আপনি পাবেন কিনা চেক করতে পারবেন
- পেইড রিপ্লেসমেন্ট গ্রাহকরা ৭ দিন মেয়াদে ৮GB_4G ফাস্টেস্ট ইন্টারনেট বোনাস পাবেন।
- রিপ্লেসমেন্টের পর ৩০ দিনের মধ্যে ফ্রি ৮GB (৪GB + ৪GB_4G) ফাস্টেস্ট ইন্টারনেট বোনাস ৭ দিন মেয়াদে উপভোগ করতে গ্রাহককে ডায়াল করতে হবে *৫০০০*৪৫৬# নম্বরে
Banlink sim রিপ্লাইজ চার্জ?