teletalk-shotoborsho-sim

টেলিটক শতবর্ষ সিম একদম ফ্রি, সাথে আকর্ষণীয় কলরেট এবং ইন্টারনেট অফার

টেলিটক শতবর্ষ সিম একদম ফ্রি, সাথে আকর্ষণীয় কলরেট এবং ইন্টারনেট অফার! মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিটক লিমিটেড নিয়ে এলো চমৎকার একটি সিম প্যাকেজ জাহান্নাম রেখেছে টেলিটক শতবর্ষ এই প্যাকেজটি ইতিমধ্যে মার্কেটে ছেড়ে দিয়েছে টেলিটক লিমিটেড বাংলাদেশ।

একজন গ্রাহক যদি পূর্বে এনআইডি দিয়ে সিম কিনে না থাকেন তাহলে দুইটি সিম কিনতে পারবে আর যদি পূর্বে একটি সিম কিনে থাকে এনআইডি দিয়ে তাহলে একটি সিম কেনা যাবে এবং কেউ যদি দুই বা এর বেশি আইডি দিয়ে টেলিটক সিম ক্রয় করে থাকেন তাহলে এই সিমটি তারা কিনতে পারবে না।

দেখুনঃ ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ – ফোন থেকে টাকা কেটে নেওয়া বন্ধ করুন

টেলিটক শতবর্ষ সিম এর মধ্যে রয়েছে চমৎকার আকর্ষণীয় অফার যেমন কলরেট অফার এবং ইন্টারনেটের চমৎকার কিছু প্যাকেজ রয়েছে এই আর্টিকেলে আমরা সেগুলো দেখব।

একজন গ্রাহক এই সিমটি সম্পূর্ণভাবে ফ্রিতে কিনতে পারবে শুধুমাত্র ছোট্ট একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে আপনাকে 100 টাকা রিচার্জ করতে হবে অর্থাৎ আপনি 100 টাকা রিচার্জের মাধ্যমে টেলিটক শতবর্ষ প্যাকেজটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন।

টেলিটক শতবর্ষ সিম কল-রেটঃ

মাত্র ৩৪ টাকা রিচার্জে উপভোগ করুন ৪৫ পয়সা/মিনিট কলরেট; মেয়াদ ১০ দিন এবং মাত্র ৭৯ টাকা রিচার্জে উপভোগ করুন ৪৫ পয়সা/মিনিট কলরেট; মেয়াদ ৩০ দিন।

মুজিব শতবর্ষের টেলিটক সিম, পাওয়া যাবে সারা বাংলাদেশের যে কোন রিটেইলার অথবা কাস্টমার কেয়ার সেন্টারে।

গ্রাহকের যদি পুরাতন কোন টেলিটক সিম থাকে তাহলে টেলিটক শতবর্ষ সিম প্যাকেজ এ আসতে পারবে সেই জন্য কাস্টমারকে একটি এসএমএস সেন্ড করতে হবে, শতবর্ষ প্যাকেজে মাইগ্রেট করতে আপনার টেলিটক সংযোগ থেকে ‘S100’ লিখে পাঠিয়ে দিন ৮৮৮ নম্বরে। (চার্জ প্রযোজ্য) 

আরোঃ বৈধ মোবাইল চেনার উপায় জেনে নিন (বিটিআরসি)

টেলিটক শতবর্ষ সিম একদম ফ্রি, সাথে আকর্ষণীয় কলরেট এবং ইন্টারনেট অফার

শতবর্ষ সিমটি যারা নিতে পারবেনঃ

– ১৮ বছরের উর্ধ্বে বাংলাদেশের যে কোন নাগরিক যাদের NID কার্ড দিয়ে পূর্বে কোনো টেলিটক সিম নেওয়া হয়নি অথবা শুধু মাত্র একটি টেলিটক সিম নেওয়া আছে কেবল তারাই শতবর্ষ প্যাকেজের সিম নিতে পারবে।

একটি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে কয়টা সিম নিতে পারবেন?

১. NID  দিয়ে টেলিটক সিম নিবন্ধন না থাকলে সর্বোচ্চ দুইটি সিম নিতে পারবেন।

২. NID  দিয়ে একটি সিম নিবন্ধন থাকলে একটি শতবর্ষ সিম নিতে পারবেন।

৩. NID-তে দুই বা ততোধিক সিম থাকলে  শতবর্ষ  সিম নিতে পারবেন না।

টেলিটক শতবর্ষ সিম একদম ফ্রি

সিমটি পাবার জন্য কাস্টমারদের কে 100 টাকা রিচার্জ করতে হবে এবং সিমের অফার যা যা থাকছেঃ
এই ১০০ টাকা রিচার্জে রয়েছে-

১০০ মিনিট টকটাইম,

১০০ এসএমএস ও

১৭ জিবি ইন্টারনেট একদম ফ্রি!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *