টেলিটক-বন্ধ-সিম-অফার

টেলিটক বন্ধ সিম অফার আকর্ষণীয় সব সুযোগ রয়েছে

টেলিটক বন্ধ সিম অফার! আমরা জানি টেলিটক বাংলাদেশ লিমিটেড একটি সরকারি মোবাইল অপারেটর সার্ভিস এবং বাংলাদেশের অন্য সব মোবাইল অপারেটর সার্ভিস প্রোভাইডার থেকে সবসময় বেশি অফার দিয়ে থাকে টেলিটক বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি টেলিটক একটি অফার প্রকাশ করেছেন যে সকল টেলিটক ব্যবহারকারীরা তিন মাস / বেশি সময় ধরে টেলিটক সিম ব্যাবহার করছেন না।

দেখুনঃ টেলিটক শতবর্ষ সিম একদম ফ্রি, সাথে আকর্ষণীয় কলরেট এবং ইন্টারনেট অফার

অর্থাৎ যাদের সিম বন্ধ সিমের আওতাধিন রয়েছে তারা বেশকিছু অফার উপভোগ করতে পারবে সে অফার গুলো আমরা ধারাবাহিকভাবে উল্লেখ করব ইনশাল্লাহ, সর্বপ্রথম দেখে নেওয়া যাক আপনার টেলিটক ছিমটি বন্ধ সিমের আওতাভুক্ত কিনা, বন্ধ সিমের স্ট্যাটাস টি দেখার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করুন।

টেলিটক বন্ধ সিম চেনার উপায়

যেসকল টেলিটক সিম ব্যাবহার কারিরা বিগত 90 দিনের মধ্যে সিম ব্যবহার করা থেকে বিরত ছিলেন শুধুমাত্র তারাই বন্ধ সিমের আওতাভুক্ত হবে আপনার সিমটি বন্ধ সিমের আওতাভুক্ত কিনা তা জানা যাবে একটি এসএমএস এর মাধ্যমে।

সে ক্ষেত্রে যেকোনো টেলিটক নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনার টেলিটক নাম্বারটি লিখে 112 তে এসএমএস করতে হবে।

টেলিটক বন্ধ সিম অফার ফ্রি ২ জিবি এবং কল-রেটঃ

আপনার টেলিটক বন্ধ সিম চালু করে 10 টাকা অথবা এর বেশি রিচার্জ করে এই *১১১*২০২০# নাম্বারটা ডায়াল করে উপভোগ করুন 2 জিবি ডাটা এবং স্পেশাল কলরেট

  • ২ জিবি ইন্টারনেট (মেয়াদ ৭ দিন) এবং
  • ৪৫ পয়সা/ মিনিট কলরেট অফার ( ৯০ দিনের জন্য)

টেলিটক বন্ধ সিম অফার স্পেশাল ইন্টারনেটঃ

মাত্র 21 টাকা দিয়ে ১ জিবি ইন্টারনেট কেনা যাবে যত খুশি ততবার, টেলিটক বন্ধ সিম অফার এর 21 টাকায় 1 জিবি কিনতে ডায়াল করুন  *১১১*২১# মেয়াদ ৩০দিন।

আরোঃ বৈধ মোবাইল চেনার উপায় জেনে নিন (বিটিআরসি)

টেলিটক বন্ধ সিম অফার ২০২১ কম্ব প্যাকেজঃ

  • ৪ জিবি ডাটা ও ৪০ মিনিট মাত্র ৪৩ টাকা যার মেয়াদ ৭ দিন, যত খুশি ততবার। কিনতে *১১১*৪৩# ডায়াল করুন।
  • ৫ জিবি ডাটা ও ১০০ মিনিট মাত্র ১০৯ টাকা যার মেয়াদ ৩০ দিন, যত খুশি ততবার কেনা যাবে। কিনতে ডায়াল করুন *১১১*১০৯#

টেলিটক বন্ধ সিম ধামাকা অফার:

ফ্রি ২৩ মিনিট (অননেট), ২৩ এসএমএস (অননেট) এবং ৩০ এমবি ডাটা (মেয়াদ ৩ দিন)। অফার পেতে ২৩ টাকা রিচার্জ করে *১১১*২৩# ডায়াল করতে হবে । ২৩ টাকা গ্রাহকের প্রমো ব্যালেন্সে যোগ হবে (যার মেয়াদ রিচার্জের তারিখ হতে ১০ দিন) ।

টেলিটক বন্ধ সিম জন্য কিছু নিয়ম কানুনঃ
  • ২ জিবি ফ্রি ইন্টারনেট শুধুমাত্র একবারই পাওয়া যাবে।
  • ৪৫ পয়সা স্পেশাল কলরেট পেতে হলে গ্রাহকদেরকে ডায়াল করতে হবে *১১১*৪৫#
  • প্রতিটা অফার নেওয়ার আগে অবশ্যই আপনি বন্ধ সিমের আওতাভুক্ত কিনা সেটা চেক করে নিবেন।
  • সকল ইন্টারনেট ডাটা গুলো যে কোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে।
  • স্পেশাল কলরেট বাংলাদেশের যেকোনো লোকাল নাম্বারে ব্যবহারযোগ্য।
  • পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত টেলিটক অফার গুলো চলমান রাখবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *