রবিতে ১৫জিবি ১০০ মিনিট ২০০ টাকা ৩০ দিন
রবিতে ১৫জিবি ১০০ মিনিট ২০০ টাকা ৩০ দিন! বাংলাদেশের জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড, রবি এবং এয়ারটেল একই কোম্পানি হলেও এর অফার কিন্তু ভিন্ন ভিন্ন থাকে কারণ এয়ারটেল অন্য একটি কোম্পানি ছিল পরে রবি এটি কিনে নেয়। তাই আজকের এই আর্টিকেলের দারুণ একটি অফার নিয়ে আমরা কথা বলবো তো চলুন অফারটির বিস্তারিত আলোচনা।
দেখুনঃ এসএসসি পরীক্ষার রুটিন ২০২২
আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদের কে একটু ভালো অফারের নিউজ দেওয়ার জন্য, তবে আপনাদেরকে বুঝতে হবে আমাদের শেয়ার করা সব অফার গুলো সকল কাস্টমারদের জন্য প্রযোজ্য নয় আমরা কিছু স্পেশাল কাস্টমারদের জন্য অফার গুলো শেয়ার করে থাকি। আরো একটি বিষয় লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে আমরা এই অফারটি কতদিন আগে অনলাইন প্রকাশ করেছি যদিও আমরা অধিকাংশ পোস্ট মাঝেমধ্যে আপডেট করি।
জনপ্রিয় রবি কোম্পানির এই অফারটি খুবই সুন্দর এবং সাশ্রয়ী রেটে, আমার কাছে এই অফারটি চমৎকার লেগেছে আপনি যদি রবি গ্রাহক হয়ে থাকেন তাহলে এই অফারটি নিয়ে ট্রাই করতে পারেন। এত কম টাকায় সকল গ্রাহকদের হয়তো এই অফারটি রবি দিবে না তবে আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন।
রবির 15 জিবি ইন্টারনেট যেকোন কাজে ব্যবহার করা যাবে দিনটা 24 ঘন্টা এবং দৈনিক ব্যবহারের কোন লিমিট নেই অর্থাৎ আপনি চাইলে তিনি এই 15 জিবি ডাটা শেষ করে ফেলে দিতে পারবেন, 100 মিনিট টকটাইম বাংলাদেশের যেকোনো মোবাইল অপারেটরে কথা বলা যাবে।
এই অফারটি একটিভ করার পর থেকে মেয়াদ পাবেন 30 দিন অর্থাৎ 200 টাকা দিয়ে 15 জিবি এবং 100 মিনিট এই অফারটি উপভোগ করতে পারবেন 30 দিন, একজন গ্রাহকের জন্য এক বারই প্রযোজ্য এই অফারটি।
রবিতে ১৫জিবি ১০০ মিনিট ২০০ টাকা ৩০ দিন অফার কি আমি পাব?
এই প্রশ্নটিই অনেকেই মনে করে থাকবেন, এই অফারটি সকল রবি কাস্টমার উপভোগ করতে পারবেনা, শুধুমাত্র গ্রাহক এই অফারটি জন্য উপযুক্ত যাদেরকে কেবলমাত্র রবি কোম্পানি থেকে এই অফার সংক্রান্ত একটি এসএমএস পেয়েছেন। অথবা আপনি চাইলে *৮৮৮# ডায়াল করে নিজের অফার দেখতে পারবেন।
এছাড়াও যদি আপনি এই অফারটি একটিভ করতে চান তাহলে আমাদের দেওয়া একটিভ কোড দিয়ে আপনি এই অফারটি কেনার চেষ্টা করতে পারেন, তবে ভুলেও রিচার্জের মাধ্যমে একটিভ করার চেষ্টা করবেন না।
আরোঃ ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম কেনা হয়েছে জেনে নিন
মূল্য | প্যাকেজ | মেয়াদ | অ্যাক্টিভ কোড |
---|---|---|---|
200 টাকা | 15GB 100 মিনিট | 30 দিন | *212*819# |
রবিতে ১৫জিবি ১০০ মিনিট ২০০ টাকা ৩০ দিন বিস্তারিতঃ
- রবি 15 জিবি ইন্টারনেট 100 মিনিট টকটাইম মাত্র 200 টাকা
- অফারের মেয়াদ 30 দিন
- একজন গ্রাহক একবার এই অফারটির জন্য প্রযোজ্য
- শুধুমাত্র নির্দিষ্ট রবি গ্রাহকরা এই অফারটি ক্রয় করতে পারবে
- রবি প্রিপেইড গ্রাহকরা এই অফারটির জন্য প্রযোজ্য
- এই অফারটি আপনি পাবেন কি না সেটি নিশ্চিত হতে আপনার এসএমএস চেক করুন অথবা ডায়াল করুন *৮৮৮#
- আপনি যদি অফারটি জন্য উপযুক্ত হয়ে থাকেন তাহলে একটিভ করতে ডায়াল করুন *212*819#
- আপনার অবশিষ্ট রবি ইন্টারনেট ব্যালেন্স দেখার জন্য ডায়াল করতে হবে *৩#
- ইন্টারনেট ডাটা টি আপনি যেকোন নেটওয়ার্কের আওতায় ব্যবহার করতে পারবেন টুজি থ্রিজি অথবা ফোরজি
- ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ এর মেয়াদ শেষ হয়ে গেলে এটি অকেজো হয়ে যাবে
- মিনিট প্যাক যেকোনো মোবাইল অপারেটরদের ব্যবহারের যোগ্য