জিপি স্টার গ্রাহকদের সিম রেপ্লেসমেন্ট ফ্রি
যে সকল গ্রামীণফোন ব্যবহারকারীরা জিপি স্টার পেয়েছেন বা পদবী পেয়েছেন তারা বিনামূল্যে সিম রিপ্লেস করতে পারবেন, নতুন অনেক আগে থেকেই চলে আসছে কবে নতুন করে গ্রামীণফোন লিমিটেড অফারটি আবার পাবলিস্ট করেছে। শুধুমাত্র সিম রিপ্লেস নয় বরং গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য সুযোগ সুবিধা পেয়ে থাকে।
আরোঃ জিপি ১ জিবি ৩৮ টাকা, সাশ্রয়ী দামে নতুন ইন্টারনেট প্যাক
আজকের এই আর্টিকেলে গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য সিম রেপ্লেসমেন্ট ফ্রী এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, স্টার গ্রাহকরা আকর্ষণীয় সব পার্টনার ডিসকাউন্ট ও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে যেমন, বিনামূল্যে সিম রিপ্লেসমেন্ট, গ্রামীণফোন এক্সপেরিয়েন্স বা গ্রামীণফোন সেন্টার থেকে সেবা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার।
আপনার সিমের স্টার অফারগুলো জানতে আজই ডায়াল করুন *১২১*২# অথবা মাইজিপি অ্যাপ এর মেন্যু অপশন থেকে জিপি স্টার সিলেক্ট করুন। কুইক লিংকঃ https://mygp.li/sm_star
আমাদের কাছে অনেক ব্যবহারকারীরাই জিজ্ঞেস করে থাকেন মৃত ব্যক্তির নামে সিম সিম টি যদি হারিয়ে যায় তাহলে কিভাবে শেষ দিনগুলো রিপ্লেস করা যাবে এ প্রসঙ্গে গ্রামীণফোন সেন্টার থেকে ভাই বলেছে
” সিমের মালিকানা পরিবর্তন করতে…
নতুন মালিকের এনআইডি, মৃত ব্যক্তির এনআইডি, মৃত্যু সনদপত্র এবং ওয়ারিশ সার্টিফিকেট প্রয়োজন হবে। এছাড়া একটি অঙ্গীকারনামা ফর্ম সাইন করতে হবে যা গ্রামীণফোন এক্সপেরিয়েন্স এবং গ্রামীণফোন সেন্টারে পাওয়া যাবে। সিমটি যার নামে ট্রান্সফার হবে তার বায়োমেট্রিক ভেরিফিকেশনের প্রয়োজন হবে। বায়োমেট্রিক ই-রেজিস্ট্রেশন এর জন্য নতুন গ্রাহকের এনআইডি নাম্বার, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে। যেকোনো গ্রামীণফোন এক্সপেরিয়েন্স বা গ্রামীণফোন সেন্টার থেকে এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। গ্রামীণফোন এক্সপেরিয়েন্স বা সার্ভিস সেন্টার এর ঠিকানা জানতে গ্রামীণফোন ওয়েবসাইট ভিজিট করুন”
জিপি স্টার গ্রাহকদের সিম রেপ্লেসমেন্ট ফ্রি বিস্তারিতঃ
আপনার স্টার অফারগুলো জানতে আজই ডায়াল করুন. | *১২১*২# |
- ফ্রি সিম রিপ্লেস করতে হলে আপনাকে অবশ্যই জিপি স্টার গ্রাহক হতে হবে
- গ্রামীণফোন এক্সপেরিয়েন্স বা গ্রামীণফোন সেন্টার থেকে সিম রিপ্লেস করতে হবে
- সিম রিপ্লেস করার সময় অবশ্যই মালিক কে উপস্থিত থেকে নিতে হবে
- নতুন সিম উত্তোলনের সময় প্রয়োজনীয় তথ্য অবশ্যই প্রদান করতে হবে
- সিম যদি আপনার নামে করা থাকে সে ক্ষেত্রে শুধুমাত্র ফিঙ্গার এর মাধ্যমে নিতে পারবেন