বিকাশ-অ্যাড-মানি-অফার-ইনস্ট্যান্ট-ক্যাশব্যাক

বিকাশ অ্যাড মানি অফার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস হচ্ছে বিকাশ লিমিটেড, যে সকল ব্যবহারকারীরা বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকেন তারা খুব সহজেই অ্যাড মানি করে নিতে পারেন, বিকাশ বিভিন্ন সময়ে বিভিন্ন অফার প্রদান করে থাকেন ইতিমধ্যে একটি অফার তারা প্রকাশ করেছে 5,500 টাকা অ্যাড মানি করলে ক্যাশব্যাক হিসেবে পাওয়া যাবে 100 টাকা।

আরোঃ বিকাশ নতুন একাউন্ট বোনাস, একজন গ্রাহক 150 টাকা বোনাস পাবে

একজন গ্রাহক অফার চলাকালীন সময় একবারই এই ক্যাশব্যাক পাবে, আপনার যদি কোন ব্যাংকের কার্ড থাকে তাহলে খুব সহজেই এই কাজটি করে নিতে পারেন অথবা সরাসরি ব্যাংকের মাধ্যমেও আপনি অ্যাড মানি করতে পারেন।

অ্যাড মানি কি এর মানে হচ্ছে ব্যাংক কার্ড অথবা ব্যাংক থেকে বিকাশে টাকা আনা অর্থাৎ আপনার বিকাশের ব্যালেন্স প্রয়োজন হবে আপনি চাইলে আপনার ব্যাংকের ভিসা কার্ড ডেবিট কার্ড অথবা ক্রেডিট / মাস্টারকার্ড থেকেও আপনি চাইলে অনায়াসে টাকা আনতে পারবেন।

টাকা আনার ক্ষেত্রে বিকাশ কোন চার্জ নেয় না তবে নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে কিছু চার্জ হতে পারে এটি বিকাশের সাথে কোন সম্পর্ক নাই, বিকাশ অ্যাড মানি অফার চলছে।

আপনার যদি ব্যাংক থেকে বিকাশে টাকা আনার প্রয়োজন হয় তা হলে নির্দিষ্ট এই অফারটি চেক করে তারপর আপনি টাকা আনুন একদিকে যেমন আপনার বিকাশে লোড হয়ে গেল অন্যদিকে আপনি পেয়ে যাবেন বিকাশ অ্যাড মানি অফার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

ক্যাশব্যাকঅ্যাড মানিপর্যন্ত
৳১০০৳৫,৫০০৩০ সেপ্টেম্বর

দেখুনঃ জিপি ১ জিবি ৩৮ টাকা, সাশ্রয়ী দামে নতুন ইন্টারনেট প্যাক

বিকাশ অ্যাড মানি অফার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বিস্তারিতঃ

  • আগামী 30 শে সেপ্টেম্বর 2010 পর্যন্ত অফারটি চলবে
  • শুধুমাত্র 5500 টাকা অ্যাড মানি করলে 100 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে
  • বিকাশ লিমিটেড যেকোনো সময় এই অফারটি পরিবর্তন করার অধিকার রাখে
  • যেকোনো বিকাশ পার্সোনাল অ্যাক্টিভ ইউজার রা এই অফারটি নিতে পারবে
  • একজন বিকাশ পার্সোনাল ব্যবহারকারী অফার চলাকালীন সময়ে একবার অফারটি গ্রহণ করা যাবে
  • ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অ্যাড মানি করার সাথে সাথে চলে আসবে
  • আপনার একটি কার্ড দিয়ে চাইলে একাধিক বিকাশ একাউন্টে এড করতে পারেন
  • আপনি যদি প্রতারণামূলক কোন কর্মকান্ড ধরা পড়েন তাহলে বিকাশ আপনার অফারটি বাতিল করতে পারে।
  • কোন চার্জ প্রযোজ্য নয় তবে নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে অ্যাড মানি করলে কিছু চার্জ হতে পারে সেটি ব্যাংক এর ব্যাপার

bKash

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *