বিকাশে-খরচ-কমলো-ক্যাশ-আউট-হাজারে-১৪.৯০-টাকা-বিস্তারিত-জানুন

বিকাশে খরচ কমলো ক্যাশ আউট হাজারে ১৪.৯০ টাকা বিস্তারিত জানুন

মোবাইল ব্যাংকিংয়ের শীর্ষে বিকাশ লিমিটেড, যে সকল গ্রাহকরা বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবহার করেন তারা কমবেশি সকলেই জানেন বিকাশে ক্যাশ আউট করার সময় হাজারে ১৮ টাকা বা 20 টাকা কেটে নিয়ে যায় সম্প্রতি প্রকাশিত কয়েকটি নিউজে আমরা জানতে পেরেছি বিকাশে ক্যাশ আউট খরচ কমেছে, আজকের আর্টিকেলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

বিকাশে ক্যাশ আউট চার্জ সাধারণত কত?

১। বিকাশে শুরু থেকেই প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ১৮.৮৫ টাকা, এটি হচ্ছে সাধারণ খরচ এবং এই খরচটি সাধারণ মোবাইল থেকে *২৪৭# ডায়াল করে ক্যাশ আউট করলে ১৮.৮৫ টাকা খরচ হবে।
২। বিকাশ অ্যাপ আসার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন অফার প্রদান করেছে সেই সাথে বিকাশ ক্যাশ আউট অফার দিয়েছিল এতদিন বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট করলে ১৭.৭৫ টাকা করে চার্জ নিতো প্রতি হাজারে।

দেখুনঃ ইসলামী ব্যাংকের একাউন্ট চেক, এসএমএস দিয়ে ব্যালেন্স চেক

উপরে যে বিষয়টি আপনার হাত পড়লেন সেটি হচ্ছে বিকাশের পূর্বের ক্যাশ আউট খরচ, এখন আমরা শেয়ার করব বর্তমান বিকাশের অফার সংক্রান্ত ক্যাশ আউট খরচ কত এবং এর ভালো ও খারাপ দিক নিয়ে।

বিকাশে খরচ কমলো ক্যাশ আউট হাজারে ১৪.৯০ (ভালো দিক)

খুব সংক্ষেপে বলার চেষ্টা করি, যে সকল গ্রাহকরা একজন এজেন্ট থেকে একাধিকবার ক্যাশ আউট করেন এবং মাসে খুব কম লেনদেন করেন অর্থাৎ 25 হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকেন তাদের জন্য এই অফারটি অনেকটা উপকারী।

আর আপনি যদি একাধিক এজেন্ট থেকে লেনদেন করেন এবং আপনার বিকাশ ক্যাশ আউট লেনদেন যদি অনেক বেশি হয় তাহলে এই অফারটি আপনাকে কোন উপকার দেবে না বরং ক্ষতি করবে, কারণ পূর্বে আপনি যে বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট করলে হাজারে এক টাকা কম কাটতো সেটি এখন আর কাটবে না এখন আপনার প্রতি হাজারে চার্জ ১৮.৮৫ টাকা অ্যাপ অথবা ডায়াল করে যেভাবেই করুন না কেন 18 টাকা 85 পয়সা কাটবে।

বিকাশে খরচ কমলো ক্যাশ আউট হাজারে ১৪.৯০ (খারাপ দিক)

শুধুমাত্র ছোট লেনদেন করে এই সকল গ্রাহকদের জন্য এই অফারটি প্রযোজ্য, আপনি যদি একজন বিজনেসম্যান অথবা আপনার বিকাশে প্রচুর লেনদেন হয়ে থাকে তাহলে এর অফার আপনার জন্য একেবারে প্রযোজ্য না।

আরোঃ ব্রাক ব্যাংক থেকে বিকাশে টাকা আনুন প্রতিদিন 50 হাজার টাকা

এমন অনেক কাস্টমার রয়েছে যারা বিকাশে প্রায় লক্ষ লক্ষ টাকা লেনদেন করেন তাদের চার্জ প্রতি হাজারে পূর্বের মতোই হবে আর অ্যাপ দিয়ে ক্যাশ আউট করলে এখন আর কোনো অতিরিক্ত লাভ নেই। আপনার প্রিয় কোন এজেন্ট থাকলে তার নাম্বারটি আপনি প্রিয় সেট করে নিলে 25 হাজার টাকা পর্যন্ত 14 টাকা 90 পয়সা প্রতি হাজারে চার্জ কাটবে এরপর থেকেই আপনাকে প্রতি হাজারে 18 টাকা 85 পয়সা চার্জ দিতে হবে।

বিকাশে খরচ কমলো ক্যাশ আউট হাজারে ১৪.৯০ টাকা গুরুত্বপূর্ণ লাইন

  • গ্রাহক প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১.৪৯% চার্জ ক্যাশ আউট করতে পারবেন।
  • একজন গ্রাহক ১.৪৯% চার্জ প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে।
  • 25 হাজার টাকার বেশি ক্যাশ আউট করলে ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।
  • গ্রাহক ইচ্ছামতো যেকোনো একটি এজেন্টকে প্রিয় নাম্বার হিসেবে সেট করতে পারবে
  • এজেন্টকে প্রিয় নাম্বার সেট করার পরে সে মাসে প্রিয় নাম্বারটি আর বাতিল করা যাবে না
  • প্রয়োজন হলে পরবর্তী মাসে প্রিয় নাম্বারটি বাতিল করে নতুন একটি আজেন্ট নাম্বার প্রিয় করে যুক্ত করা যাবে
  • অ্যাপ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৭৫% চার্জ আর থাকছে না।
  • প্রিয় এজেন্ট নাম্বার ছাড়া যেকোনো এজেন্ট নাম্বার থেকে অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় মাধ্যমে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *