ব্যাংক-একাউন্ট-নিরাপদ-রাখতে-যা-করবেন

ব্যাংক একাউন্ট নিরাপদ রাখতে যা করবেন (গুরুত্বপূর্ণ)

আমাদের প্রায় প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং বলতে গেলে আমাদের সকলের জীবনের পারিশ্রমিকের অর্থ সাধারণত ব্যাংকে রাখা হয়।

কিছু কিছু ভুলের কারণে আপনার ব্যাংক একাউন্ট নিরাপত্তাহীনতা হতে পারে, আজকের এই আর্টিকেলে কোন কাজগুলো করলে ব্যাংক একাউন্টের সিকিউরিটি ভালো থাকবে।

দেখুনঃ বিকাশ মোবাইল রিচার্জ ক্যাশব্যাক অফার (সকলের জন্য) ৫০%

যারা এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য কার্ড ব্যবহার করেন তাদেরকে একটু আলাদা সতর্ক থাকতে হবে, কারণ অনেক সময় এটিএম বুথ থেকে হ্যাকিং করে টাকা তোলার সংবাদ পাওয়া যায় সুতরাং এ বিষয়টি ভালোভাবে সতর্ক থাকতে হবে।

বর্তমান তথ্য প্রযুক্তির যুগ সেই সুবাদে প্রায় প্রত্যেকটি ব্যাংক কি ব্যবহারকারীদেরকে ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা দিয়ে থাকে,

সেই সুবাদে ব্যবহারকারীরা নিজের মোবাইলে বা কম্পিউটারে ব্যাংকিং সেবা গ্রহণ করে থাকে কিছু অসাধু লোকেরা অন্যের ইন্টারনেট ব্যাংকিং এর ইমেইল পাসওয়ার্ড জেনে হ্যাকিং করতে পারে।

ব্যাংক একাউন্ট নিরাপদ রাখতে যেই বিষয়গুলো আমরা কখনোই কারো সাথেই শেয়ার করব না

  • ব্যবহারকারী আইডি, লগইন পাসওয়ার্ড এবং পিন, ওটিপি (ওয়ান-টাইম-পাসওয়ার্ড)
  • ডেবিট / ক্রেডিট কার্ড নং / কোনও সন্দেহজনক সাইট / লিঙ্ক সহ পিন
  • আইভিআর (ইন্টারেক্টিভ ভয়েস প্রতিক্রিয়া) পিন

যা কখনও ওপেন করা ঠিক হবেনা

  • আপনার লগইন সম্পর্কিত তথ্য জিজ্ঞাসা করে কোনও সন্দেহজনক ইমেল সংযুক্তি কখনও ওপেন করবেন না।
  • আপনাকে ইন্টারনেট ব্যাংকিং সমর্থন প্রস্তাব করে এমন কোনও এসএমএস লিঙ্কগুলিতে আপনার শংসাপত্রগুলি সরবরাহ করবেন না।

আরোঃ নগদে ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সা (দারুণ সুযোগ)

ব্যাংক একাউন্ট নিরাপদ রাখতে সর্বদা এড়ানো উচিত

  • যে কোনও অবৈধ মোবাইলে কলকারীকে ব্যক্তিগত তথ্য সরবরাহ করা থেকে বিরত থাকুন।
  • অজানা কোন ইমেইল থেকে মেল আসলে এড়িয়ে চলুন এবং লগইন আইডি পাসওয়ার্ড পিন শেয়ার করবেন না।
  • সবসময় নিজের ডিভাইস গুলো থেকে ইন্টারনেট ব্যাংকিং লগইন করার চেষ্টা করুন যেমন ধরুন নিজের কম্পিউটার, ল্যাপটপ মোবাইল থেকে ব্যাংকিং সেবা গুলো ব্যবহার করুন।

সর্বশেষ যেটি বলতে হয় নিজের সিকিউরিটি ধরতে গেলে নিজের হাতে,
কারণ আপনি যদি আপনার ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার না করেন অথবা আপডেট রাখেন আশাকরি আপনার ব্যাংকিং সার্ভিস গুলো কখনোই হ্যাকিংয়ের শিকার হবে না।

সব সময় পাসওয়ার্ড দিন এগুলো নিয়মিত আপডেট রাখুন_ ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *