কম খরচে বিকাশ ক্যাশ আউট করুন এটিএম থেকে

কম খরচে বিকাশ ক্যাশ আউট করুন এটিএম থেকে

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ওয়ালেট বিকাশ লিমিটেড বেশ কয়েকটি ধাপে ধাপে বিকাশ তাদের নিজস্ব ক্যাশ আউট খরচ কিছুটা কমিয়েছে, আপনি এখন নির্দিষ্ট পার্টনার ব্যাংকের এটিএম বুথ থেকে ক্যাশ আউট করলে 15 টাকার মতো ক্যাশ আউট হবে হাজারে। এখন পার্টনার ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট হবে অনেক কম খরচে, হাজারে মাত্র ১৪.৯০ টাকায়!

এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট চার্জ কত?

নির্দিষ্ট কিছু পার্টনার ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা ক্যাশ আউট প্রতি হাজারে 14 টাকা 90 পয়সা করে কাটবে।

দেখুনঃ ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড SWIFT Code

বিকাশ পার্টনার ব্যাংক এটিএমঃ

  • বেসিক ব্যাংক লি
  • ব্র্যাক ব্যাংক
  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.
  • আইএফআইসি ব্যাংক লিমিটেড
  • যমুনা ব্যাংক লি
  • মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
  • শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
  • সামাজিক ইসলামী ব্যাংক লিমিটেড
কম খরচে বিকাশ ক্যাশ আউট করুন এটিএম থেকে

এটিএম থেকে প্রতি লেনদেনে ক্যাশ আউট লিমিট

সাধারণ বিকাশ এজেন্ট থেকে সর্বনিম্ন 50 টাকা থেকে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করা গেলেও এটিএম এ লিমিট একটু অন্যরকম

এটিএম থেকে সর্বনিম্ন ক্যাশ আউট করা যাবেঃ

  • ৩,০০০ টাকা (ব্র্যাক ব্যাংক)
  • ৩,০০০ টাকা (অন্যান্য পার্টনার ব্যাংক)

এটিএম থেকে একবারে সর্বোচ্চ ক্যাশ আউট করা যাবেঃ

  • ১০,০০০ টাকা (ব্র্যাক ব্যাংক)
  • ২০,০০০ টাকা (অন্যান্য পার্টনার ব্যাংক)

এটিএম বুথ থেকে বিকাশে ক্যাশ আউট দিনে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত করা যাবে, এবং একমাসে সর্বোচ্চ 1 লাখ 50 হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করা যাবে নির্দিষ্ট এটিএম বুথ থেকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *