উপায়-মোবাইল-ব্যাংকিং

উপায় মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন এবং বিস্তারিত

উপায় মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন এবং বিস্তারিত! বাংলাদেশের ইতিমধ্যে বেশ কয়েকটি মোবাইল ব্যাংকিং সার্ভিস এ ব্যাপক সাড়া ফেলেছে এর মধ্যে হচ্ছে বিকাশ লিমিটেড,
নগদ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং ডাচ বাংলা ব্যাংক পরিচালিত রকেট

সম্প্রতি নতুন একটি মোবাইল ব্যাংকিং চালু হয়েছে যার নামকরণ করা হয়েছে “উপায়” (upay) উপায় মোবাইল ব্যাংকিং বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) পরিচালিত একটি সেবা।

উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস দিয়ে গ্রাহকরা মোবাইল রিচার্জ ক্যাশ আউট সেন্ড মানি বিল পেমেন্ট সহ গাড়ি কিসের জরিমানা ও দেওয়া যাবে, এছাড়াও উপায় ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আরো বিভিন্ন আকর্ষণীয় ফিচার ভবিষ্যতে যুক্ত করবে।

দেখুনঃ নগদে ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সা (দারুণ সুযোগ)

উপায় মোবাইল ব্যাংকিং মেনু কোড কত?

উপায় নতুন মোবাইল ব্যাংকিং এর মেনু কোড হচ্ছে *২৬৮#+

উপায় মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন এবং বিস্তারিত

বর্তমানে “উপায়” (upay) সেলফ রেজিস্ট্রেশন করলে 50 টাকা বোনাস পাওয়া যায়, “উপায়” (upay) রেজিস্ট্রেশন করতে মোবাইল অ্যাপ দিয়ে কাজটি করতে হবে আপনি চাইলে খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ টি ডাউনলোড এবং ইন্সটল করে নিতে পারবেন।

১ম বার অ্যাপ-এ লগ-ইন করলে ২৫ টাকা এবং ৭ দিনের মধ্যে অ্যাপ দিয়ে একবারে ৫০ টাকা (বা তার চেয়ে বেশি পরিমান) মোবাইল রিচার্জ করলে আরো ২৫ টাকা |

আরোঃ ব্যাংক একাউন্ট নিরাপদ রাখতে যা করবেন (গুরুত্বপূর্ণ)

উপায় মোবাইল ব্যাংকিং সেলফ রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন?

  • একটি সচল সিমকার্ড
  • OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড)
  • বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড (NID)
  • নিজের ছবি (সেলফি তুলতে হবে)

এই কয়েকটি ধাপ অনুসরন করার মাধ্যমেই সেল প্রতিষ্ঠানটি সম্পন্ন হয়ে যাবে এরপর এই লেনদেন করা যাবে উপায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এবং ক্যাশব্যাক হিসেবে পেয়ে যাবেন 50 টাকা রিওয়ার্ড বোনাস।

উপায় মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ কত?

দেশজুড়ে ৫০০+ এর বেশি UCB এটিএম এ “উপায়” অ্যাপ থেকে ক্যাশ আউট করুন সবচেয়ে কম চার্জে- মাত্র ৮ টাকায় (কোন শর্ত ছাড়াই )!

উপায় প্রতি হাজারে ক্যাশ আউট খরচ মাত্র 14 টাকা এটি আপনি ক্লাসিক ফোন বা ডায়াল করার মাধ্যমে হলে এই খরচ।

উপায় মোবাইল ব্যাংকিং সেন্ড মানি ফ্রি

পারসোনাল টু পারসোনাল লেনদেন করা যাবে খরচ বিহীন অর্থাৎ “উপায়” অ্যাাপ বা ইউএসএসডি মেনু দিয়ে সেন্ড মানি করার ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না বর্তমান সবচেয়ে বড় মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ নির্দিষ্ট একটি অ্যামাউন্ট এরপর 10 টাকা করে প্রতি ট্রান্জাক্শন-এ চার্জ করে অন্যদিকে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদ অ্যাপ থেকে সেন্ড মানি সম্পুর্ন ফ্রী এবং ইউএসএসডি দিয়ে সেন্ড মানি করার ক্ষেত্রে পাঁচ টাকা প্রযোজ্য

উপায় মোবাইল ব্যাংকিং সেন্ড মানি ফ্রি

উপায় মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন এবং বিস্তারিত

  • একজন গ্রাহক এর এন আইডি অথবা স্মার্ট কার্ড দিয়ে শুধুমাত্র একটি পারসনাল উপায় একাউন্ট খোলা যাবে তবে কেউ যদি এজেন্ট নিতে চায় সেক্ষেত্রে আরো একটি নিতে পারবে।
  • একাউন্ট খোলার জন্য নিকটস্থ এজেন্ট পয়েন্টে চলে যান অথবা নিজে নিজেই মোবাইল অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।
  • “উপায়” (upay) হেল্প লাইন নাম্বার_ 16268

Similar Posts

7 Comments

  1. আমি উপায়ের এজেন্ট নিতে চাই।

  2. আমি যদি উপায় মোবাইল ব্যাংকে চাকরি করতে চাই,তাহলে আমাকে কি করতে হবে।এর আগে আমি কমিশনের মাধ্যমে নগদ এর একাউন্ট খুলেছি।

  3. আমার উপায় এজেন্ট ০১৮২৫১৭৭৫৫৪ একাউন্ট খোলার সময় ওটিপি নাম্বার আসতে অনেক দেরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *