বিকাশ নতুন একাউন্ট বোনাস, একজন গ্রাহক 150 টাকা বোনাস পাবে
বিকাশ নতুন একাউন্ট বোনাস, একজন গ্রাহক 150 টাকা বোনাস পাবে! একটি এনআইডি দিয়ে শুধুমাত্র একটি বিকাশ একাউন্ট খোলা যাবে তবুও আপনি যদি এখনও বিকাশ একাউন্ট খুলে না থাকেন তাহলে নতুন বিকাশ একাউন্ট খুলে পেতে পারেন 150 টাকা বোনাস কিভাবে পাবেন সে বিষয়টি আজকের শেয়ার করব।
150 টাকা বোনাস পেতে হলে কয়েকটি ধাপ আপনাকে পাড়ি দিতে হবে, প্রথমত বিকাশ একাউন্ট নিজের বিকাশ অ্যাপ দিয়ে একাউন্ট খুলতে হবে অর্থাৎ সেলফি রেজিস্ট্রেশন করতে হবে সেটি আপনার বিকাশ অ্যাপ দিয়ে হবে।
আরোঃ উপায় মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন এবং বিস্তারিত
- অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথমবার বিকাশ অ্যাপ লগইন করলে 25 টাকা বোনাস।
- প্রথমবার যে কোন মোবাইল নাম্বারে রিচার্জ অথবা ক্যাশ আউট করলে পাওয়া যাবে 25 টাকা তবে এই ক্যাশ আউট বা মোবাইল রিচার্জ টি হতে হবে প্রথম লগইনের 7 দিনের মধ্যে।
- নিজের মোবাইল নাম্বারে 25 টাকা মোবাইল রিচার্জ এ পাওয়া যাবে 25 টাকা বোনাস এটি দুইমাস অব্যাহত থাকবে অর্থাৎ সর্বমোট আপনি 50 টাকা পাবেন।
- ব্যাংকের ডেবিট কার্ড থেকে নিজের একাউন্টে 1,000 অথবা তার চেয়ে বেশি অ্যাড মানি করলেই প্রতিবার 25 টাকা বোনাস, দুই মাস পাবেন, প্রতি মাসে একবার করে সর্বমোট 50 টাকা।
এছাড়াও আরও বিশেষ ক্যাম্পেইন চলাকালে আপনি সেই অফার গুলো পাবেন এটি হচ্ছে আপনি নতুন বিকাশ একাউন্ট খোলার পর যে বোনাস গুলো পাবেন সেগুলোর তালিকা শেয়ার করা হলো।
বিকাশ নতুন একাউন্ট বোনাস, একজন গ্রাহক 150 টাকা বোনাস পাবে
শর্তাবলী | বোনাস |
বিকাশ অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথমবার লগ ইনে | ২৫ টাকা |
যেকোনো মোবাইল নাম্বারে রিচার্জ বা ক্যাশ আউটে(লগ ইনের ৭ দিনের মধ্যে) | ২৫ টাকা |
নিজের মোবাইল নাম্বারে ২৫ টাকা রিচার্জে প্রতিবার ২৫ টাকা বোনাস (লগ ইনের ৭ দিন পর ও পরবর্তী ২ মাস পর্যন্ত, প্রতি মাসে ১ বার করে) | ৫০ টাকা |
ডেবিট কার্ড থেকে নিজের একাউন্টে ১,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানিতে প্রতিবার ২৫ টাকা বোনাস(লগ ইনের ৭ দিন পর ও পরবর্তী ২ মাস পর্যন্ত, প্রতি মাসে ১ বার করে) | ৫০ টাকা |
মোট বোনাস | ১৫০ টাকা |
- উপরের প্রতিটি ধাপ শেষ করার পর পরবর্তী দুই কর্মদিবসে বোনাস এমন আপনার বিকাশ একাউন্টে পৌছে যাবে
- বিকাশ তার ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলী পরিবর্তন/সংশোধণের অধিকার সংরক্ষণ করে। আর যদি কোনো গ্রাহক একাউন্ট থেকে প্রতারণামূলক কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে বিকাশ সেই গ্রাহকের ইনস্ট্যান্ট বোনাস বাতিলের অধিকার সংরক্ষণ করে।
- শুধুমাত্র উপরের শর্তগুলো পূরণ করা গ্রাহকরাই কেবল মাত্র 150 টাকা পর্যন্ত বোনাস পেতে পারবেন।
500টাকা বুনাচ নিতে চায়
01759852861
আমার বিশ হাজার টাকা দরকার
Ha
love