ওয়ালটন ল্যাপটপ এক্সচেঞ্জ, পুরাতন ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ
ওয়ালটনের একটি নতুন অফার চলছে… অফারটি হচ্ছে, ওয়ালটন ল্যাপটপ এক্সচেঞ্জ অফার অর্থাৎ আপনার পুরনো সচল কিংবা অচল ল্যাপটপ, ডেক্সটপ দিয়ে ওয়ালটনের নতুন ল্যাপটপ নিতে পারবেন, সম্প্রতি এই অফারটি শুরু করেছে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন।
আজকের এই আর্টিকেলে ওয়ালটনের ল্যাপটপ এক্সচেঞ্জ অফার সম্পর্কে বিস্তারিত জানাবো।
আরোঃ মোবাইল ফোন ক্রয়ের পূর্বে দেখে নিন বৈধ কিনা (বিটিআরসি)
এই অফারটি নিতে আপনার পুরনো সচল / অচল ডেস্কটপ অথবা ল্যাপটপ আপনার নিকটস্থ ওয়ালটন ডিলার পয়েন্ট অথবা প্লাজা থেকে পরিবর্তন করে ওয়ালটনের ল্যাপটপ নিতে পারবেন সাথে তিন মাসের কিস্তির সুবিধা রয়েছে।
যেভাবে ওয়ালটন ল্যাপটপ এক্সচেঞ্জ অফার উপভোগ করবেন
- আপনার নিকটস্থ যেকোনও ওয়ালটন শোরুম (ওয়ালটন প্লাজা অথবা ডিলার পয়েন্ট) থেকে ওয়ালটন ল্যাপটপ এক্সচেঞ্জ অফার উপভোগ করা যাবে।
- ওয়ালটনের এই অফার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।
- এক্সচেঞ্জ অফারে পাচ্ছেন ৩ মাসের সহজ কিস্তি সুবিধা।
- ল্যাপটপ এর মূল্য অনধিক ০৩ (তিন) মাসের মধ্যে ০% ইন্টারেস্টে কিস্তিতে পরিশোধ করতে পারবেন।
- কিস্তির ক্ষেত্রে প্রদেয় মূল্য (Payable Amount) এর ৩০% টাকা বাধ্যতামূলকভাবে ডাউনপেমেন্ট প্রদান করতে হবে।
- বিস্তারিত জানতে ওয়ালটন হেল্পলাইন ১৬২৬৭ এ কল করতে পারেন।
- আপনি চাইলে অনলাইনে ফেসবুকে হেল্প নিতে পারেন। হেল্প নিতে এখানে ক্লিক করুন