কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার তালিকা (ফ্রি ডাউনলোড)
কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার তালিকা (ফ্রি ডাউনলোড)! আজকের এই পোস্টে আমরা শেয়ার করব কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার, যেই সফটওয়্যার গুলো আমাদের প্রায় সব সময় কম্পিউটারের / পিসির কাজে ব্যবহার হয়ে থাকে এবং সাথে থাকছে ডাউনলোড লিংক।
কম্পিউটারে বা ল্যাপটপে এমন কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো ছাড়া আমাদের দৈনন্দিন কাজ করা অসম্ভব হয়ে পড়ে সেই সফটওয়্যার গুলো নাম অনেকেই জানেন না বা খুঁজে থাকেন সেগুলোরডাউনলোড লিঙ্ক দিয়ে দেব।
দেখুনঃ পাসওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে সতর্কতা থাকা প্রয়োজন
আমাদের এই পোস্টে শুধুমাত্র বেসিক যে সফটওয়্যারগুলো প্রয়োজন হয় সাধারণ দৈনন্দিন এ সেগুলো শেয়ার করা হয়েছে, পাশাপাশি আরো কিছু প্রয়োজনীয় সফটওয়্যার নিয়মিত আপডেট হতে পারে আমাদের এই পোস্টটি তে যেমন ধরুন আমরা বাংলা লেখালেখি করার জন্য সফটওয়্যার খুঁজে থাকি ভিডিও দেখার জন্য ভিডিও প্লেয়ার খুঁজে থাকি ইন্টারনেট ব্রাউজার খুঁজে থাকি, এগুলো একজন কম্পিউটার ব্যবহারকারীদের জন্য খুবই বেসিক সফটওয়্যার।
এখানে দেওয়া অধিকাংশ ফ্রিতে পাওয়া যাবে তবে কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো ট্রায়াল ভার্সন অর্থাত তিরিশ দিন অথবা 15 দিন ফ্রিতে ব্যবহার করতে পারবেন এরপর এই আপনাকে কিনে ব্যবহার করতে হবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে….
internet-download-manager, ভিডিও এডিটিং সফটওয়্যার এবং মাইক্রোসফট অফিস এক্সেল , গ্রাফিক্স ডিজাইন করার জন্য জনপ্রিয় এডোবি ফটোশপ এগুলো সব কিনে ব্যবহার করতে হবে তবে অনলাইনে খোঁজাখুঁজি করলে ফ্রিতে পেয়ে যেতে পারেন।
কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার তালিকা (ফ্রি ডাউনলোড)
- বাংলায় লেখার জন্য – AVRO & BIJOY (বাংলা লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে অভ্র কিবোর্ড এবং পাশাপাশি প্রফেশনাল ভাবে কাজ করার জন্য সফটওয়্যার হচ্ছে বিজয়)
- লেখালিখি বা টাইপের জন্য – Microsoft Word (লেখালেখির জন্য সবচেয়ে ভাল এবং প্রফেশনাল অ্যাপ্লিকেশন হচ্ছে, মাইক্রোসফট ওয়ার্ড এটি সাময়িকভাবে ফ্রিতে ব্যবহার করা যায়)
- ভিডও দেখার জন্য/ ভিডিও প্লেয়ার – PotPlayer, VLC , KM Player, Cyberlink, PowerDVD
- প্রেজেন্টেশন দেখা বা তৈরি করার জন্য – Microsoft Office PowerPoint (প্রেজেন্টেশন দেখা বা তৈরি করার জন্য মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট একটি বেস্ট অ্যাপ্লিকেশন)
- হিসেব বা ডাটা সংরক্ষণ– Microsoft Office Excel (অফিস বা নিজের কাজের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন হয় সেটি হল মাইক্রোসফট অফিস এক্সেল এপ্লিকেশন দিয়ে যেকোনো অফিস-আদালতের হিসেব মেনটেন করা যায় এবং বিভিন্ন তথ্য সংরক্ষণের কাজ করা হয় এই সফটওয়্যার দিয়ে)
- গ্রাফিক ডিজাইন এর জন্য– Adobe Photoshop / Adobe Illustrator. (গ্রাফিক্স ডিজাইন করার জন্য প্রথমে যেই অ্যাপসটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে এডোবি ফটোশপ এরপরে একটু এডভান্স লেভেলে জন্য এডোবি ইলাস্ট্রেটর এছাড়াও আরও অনেক সফটওয়্যার আছে তবে এগুলো বহুল প্রচলিত)
- হার্ডডিস্ক পার্টিশন সফটওয়্যার – Partition Wizard
- ডাউনলোড করার জন্য– Internet Download Manager (IDM) বিশ্বের এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার এটি এটি ফ্রিতে আপনি 30 দিন ব্যবহার করতে পারবেন এর পরে আপনাকে কিনে ব্যবহার করতে হবে।
- অডিও রেকর্ড করা এবং অডিও এডিট করার জন্য – AUDACITY (এটি অনেক জনপ্রিয় এবং সম্পূর্ণ ফ্রি সফটওয়ার।)
- ইন্টারনেট ব্রাউজ করার জন্য- গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি ব্রাউজার ইত্যাদি ব্রাউজার বহুল প্রচলিত।
- পিসি তে স্ক্রিনশট নেওয়ার জন্য- Faststone Capture অথবা উইন্ডোজের দেওয়া বাই ডিফল্ট ভাবে Snipping Tool ব্যবহার করতে পারেন, Faststone Capture দিয়ে শুধুমাত্র স্ক্রিনশট নয় টুকটাক ফটো এডিটিং এবং স্ক্রিন ভিডিও রেকর্ডিং করা যায়।
- কোডিং এর কাজের জন্য প্রয়োজন হবে- Notepad++ যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর কাজ করে থাকেন অথবা ওয়ার্ডপ্রেস ব্লগার সহ বিভিন্ন ওয়েব থিম বা প্লাগিনের কাজ করে থাকেন তাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাস খুবই জরুরী একটি সফটওয়্যার।
- কম্পিউটারে ভিডিও এডিটিং এর জন্য- Wondershare Filmora, Camtasia এবং আরো প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য এডোবি প্রিমিয়ার প্রো অথবা সনি ভেগাস ব্যবহার করতে পারেন।