পাসওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে সতর্কতা থাকা প্রয়োজন
আধুনিক যুগে আমরা সবাই কম বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকি যেমন ফেসবুক টুইটার ইউটিউবসহ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট এর জন্য নির্বাচন করতে হয় পাসওয়ার্ড।
অনেক সময় এ পাসওয়ার্ড আমরা খুব সহজেই দিয়ে থাকি যার কারণে আমাদের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টটি হ্যাক এর শিকার হয়ে যায়।
আজকের এই পোস্টে আমরা শেয়ার করব কোন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, বা পাসওয়ার্ড নির্ধারণ করা উচিত।
দেখুনঃ ওয়ালটন ল্যাপটপ এক্সচেঞ্জ, পুরাতন ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ
আমাদের দেশে সবচেয়ে বেশি যে পাসওয়ার্ডটি সবাই হ্যাক বা জানতে চায় সেটি হচ্ছে ওয়াইফাই এর পাসওয়ার্ড।
এখন আমরা সাধারণত প্রত্যেকেই ওয়াইফাই ব্যবহার করে থাকি কিছু মানুষ ওয়াইফাই এর পাসওয়ার্ড জানার জন্য অ্যাপ ব্যবহার করে সেক্ষেত্রে আমাদেরকে খুব স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা উচিত যাতে ওয়াইফাই এর পাসওয়ার্ড বা ব্রডব্যান্ডের পাসওয়ার্ড হ্যাক না হয়।
পাসওয়ার্ড সিলেকশন এর ক্ষেত্রে আমাদেরকে কখনোই সহজ নাম্বার দেওয়া যাবে না কারণ হ্যাকাররা খুব সহজে এই ধরনের পাসওয়ার্ড গুলো কে হ্যাক করতে পারে যেমন ধরুন 123456 এই রকমের পাসওয়ার্ড দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।
অথবা অনেকেই abc123 এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে এটিও খুব বিপদজনক পর্যায়ে রয়েছে পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে, আমরা সব সময় এমন কিছু পাসওয়ার্ড ব্যবহার করব যেটি কোন স্বাভাবিক পাসওয়ার্ড নয় অর্থাৎ একটু কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
যাদের পাসওয়ার্ড শুধুমাত্র নাম্বার দিয়ে ব্যবহার করা তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমরা যারা বিভিন্ন ব্যাংক একাউন্ট অথবা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি তাদেরকে ব্যবহার করতে হয় খুবই স্ট্রং পাসওয়ার্ড অন্যথায় নরমাল পাসওয়ার্ড ব্যবহার করলে একাউন্ট অপেন করা সম্ভাবনা।
আরোঃ ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ – ফোন থেকে টাকা কেটে নেওয়া বন্ধ করুন
*** তিন ধরনের সিস্টেমে পাসওয়ার্ড ব্যবহার করলে সবচেয়ে বেশি নিরাপদ থাকা যায়, গবেষকেরা জটিল পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছেন, অক্ষর, সংখ্যা, ও চিহ্নের সমন্বয়ে গঠিত পাসওয়ার্ডকেই জটিল বলেছেন। উদাহরণ Dqclll*4187
পাসওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে
ঝুঁকিতে থাকা পাসওয়ার্ডগুলো নমুনা…
- 123456
- 123456789
- qwerty
- 12345678
- 111111
- 1234567890
- 1234567
- password
- 123123
- 987654321
- qwertyuiop (এটা কম্পিউটার কীবোর্ড থেকে প্রথম সারির পুরো লাইন)
- mynoob
- 123321
- 666666
- 7777777
- 1q2w3e4r
- 654321
- 555555
- 1q2w3e4r5t
- 123qwe
- zxcvbnm
- 1q2w3e
উল্লেখিত পাসওয়ার্ডগুলো খুব বেশি পরিমাণ অনলাইনে ব্যবহার হয় তাই এই ধরনের পাসওয়ার্ড থেকে খুবই সাবধানে থাকতে হবে।