নগদে ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সা (দারুণ সুযোগ)
নগদ একটি মোবাইল ব্যাংকিং সেবা, বাংলাদেশের ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সার্ভিস। মোবাইল ব্যাংকিং এর সবচেয়ে বড় দিক হচ্ছে ক্যাশ আউট চার্জ, আর নগদ এই ক্যাশ আউট চার্জ কে বাংলাদেশের সবচেয়ে কম রেটে দিচ্ছে, এখন নগদ মোবাইল ব্যাংকিং থেকে ক্যাশ আউট চার্জ মাত্র 9 টাকা 99 পয়সা।
নিত্যনতুন দারুন সব সুযোগ-সুবিধা নিয়ে আসে জনপ্রিয় নগদ মোবাইল ব্যাংকিং আজকের পোষ্টে নগদের ক্যাশ আউট চার্জ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আরোঃ বিকাশ মোবাইল রিচার্জ ক্যাশব্যাক অফার (সকলের জন্য) ৫০%
তবে জানতে হবে এই সুযোগ সুবিধা টা কি সবার জন্য প্রযোজ্য কিনা নগদ এর ক্যাশ আউটের সুযোগ বা অফার সকল কাস্টমারদের জন্য প্রযোজ্য কিন্তু যারা নগদ অ্যাপ দিয়ে ক্যাশ আউট করবে তাদের জন্য বিশেষ অফার।
শুধুমাত্র নগদ মোবাইল অ্যাপ দিয়ে যেসকল ব্যবহারকারীরা ক্যাশ আউট করবে তারাই উল্লেখিত মাত্র 9 টাকা 99 পয়সা প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ করা হবে,
আর যে সকল ব্যবহারকারীরা অ্যাপ ছাড়া ক্যাশ আউট করবে তাদেরকে প্রতি হাজারে চার্জ করা হবে 12 টাকা 99 পয়সা অর্থাৎ ইউএসএসডি মেনু দিয়ে যারা ক্যাশ আউট করবে তাদের ক্যাশ আউট চার্জ হবে 12 টাকা 99 পয়সা।
আরো একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে 2,100 টাকা বেশি ক্যাশ আউট করলে শুধুমাত্র এই অফারটি প্রযোজ্য 2,100 টাকা কম ক্যাশ আউট করলে অ্যাপ দিয়ে 15 টাকা 22 পয়সা করে চার্জ করা হবে এবং ইউএসএসডি মেনু দিয়ে 16 টাকা 9 পয়সা করে প্রতি হাজারে চার্জ করা হবে।
প্রতিটি ক্যাশ আউট লেনদেনের ক্ষেত্রে উল্লেখিত চার্জ টাকার সাথে ভ্যাট প্রযোজ্য হবে আপনি আরো সুন্দর ভাবে বোঝার জন্য নিচের চাট টি অনুসরণ করুন, পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত এই অফারটি চলবে।
পরিমাণ | অ্যাপ চার্জ (ভ্যাট ছাড়া) | অ্যাপ চার্জ (ভ্যাট সহ) | ইউএসএসডি চার্জ (ভ্যাট ছাড়া) | ইউএসএসডি চার্জ (ভ্যাট সহ) |
---|---|---|---|---|
২,১০০ টাকা বা তার বেশি | ৯.৯৯ টাকা | ১১.৪৯ টাকা | ১২.৯৯ টাকা | ১৪.৯৪ টাকা |
২,১০০ টাকার কম | ১৫.২২ টাকা | ১৭.৫০ টাকা | ১৬.০৯ টাকা | ১৮.৫০ টাকা |
নগদে ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সা কিছু নিয়ম।
- এই সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ ২,১০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য।
- ৯ টাকা ৯৯ পয়সা শুধু মাত্র অ্যাপ ব্যবহারকারীদের জন্য
- ইউএসএসডি-তে ক্যাশ আউট চার্জ ১২ টাকা ৯৯ পয়সা
- সরকার নির্ধারিত ভ্যাট প্রযোজ্য
- অ্যাপ দিয়ে ভ্যাট সহ ১১.৪৯ টাকা করে খরচ পরবে (প্রতি হাজারে)
- পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই ক্যাশ আউট অফার চলবে