কিভাবে বিকাশ থেকে লোন নিবেন

কিভাবে বিকাশ থেকে লোন নিবেন

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস হচ্ছে বিকাশ লিমিটেড, অনেকদিন যাবত একটি সার্ভিস চালু করেছেন বিকাশ যার মাধ্যমে একজন গ্রাহক ফ্রিতে লোন নিতে পারবেন সিটি ব্যাংকের মাধ্যমে। গ্রাহক তার নিজের বিকাশ একাউন্টের মাধ্যমে এই লোনের আবেদন করতে পারবে।

কোন রকম কাগজপত্র ছাড়াই বিকাশ গ্রাহকদের জন্য সিটি ব্যাংক নিয়ে এলো লোন নেওয়ার সুযোগ, বিকাশের লোনের সার্ভিস পেতে হলে অবশ্যই কিছু জিনিস খেয়াল করতে হবে।

দেখুনঃ ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড SWIFT Code

বিকাশের লোন পেতে কি কি জিনিস প্রয়োজন?

  • বিকাশ অ্যাপ ব্যবহার করে লোনের আবেদন করতে হবে
  • বিকাশ থেকে লোন নিতে আপনাকে কোন কাগজপত্র লাগবে না
  • কোন ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না
  • বিকাশে লোন আবেদন করার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যেই আপনার একাউন্টে টাকা পৌঁছে যাবে
  • আপনার বিকাশ একাউন্টে টাকা যুক্ত হবে
  • তিন মাসের মধ্যে লোন পরিশোধ করতে হবে

এখানে বলে রাখা ভালো, সব গ্রাহক বিকাশ থেকে লোন এর জন্য আবেদন করতে পারবে, কিন্তু সকলকেই বিকাশ লিমিটেড লোন দেয় না, এর প্রধান কারণ হচ্ছে যে সকল গ্রাহকরা প্রতিনিয়ত বিকাশে লেনদেন করে থাকেন তাদেরকেই কেবল লোন দিয়ে থাকেন।

আপনি যত বেশি বিকাশের লেনদেন এবং ট্রাস্টেড হবেন আপনাকে তত বেশি লোন দিবেন, একজন গ্রাহক ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বিকাশ থেকে লোন নিতে পারবে।

অনেক গ্রাহক আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন আমি বিকাশ থেকে লোন নিব, বা আমি বিকাশ থেকে লোন নিতে পারছি না সে ক্ষেত্রে কি করনীয়, বিকাশের আরো বেশি লোন পেতে হলে কি করনীয় ইত্যাদি প্রশ্ন করে থাকেন।

তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই…

  • আপনি বিকাশ থেকে লোন পেতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বিকাশ একাউন্ট ১০০% ট্রাস্টেড হতে হবে, অর্থাৎ আপনার বিকাশ একাউন্ট যে কাগজপত্র দিয়ে করা সেটি যেন ১০০% সঠিক থাকে।
  • এরপর আপনি যেটা করবেন সেটি হচ্ছে বিকাশে লেনদেন করবেন নিয়মিত
  • মোবাইল রিচার্জ, , বিল পেমেন্ট, সেন্ড মানি, ক্যাশ আউট এর মত গুরুত্বপূর্ণ সার্ভিস প্রতিনিয়ত ব্যবহার করবেন।

যেভাবে বিকাশ থেকে লোন নিবেন

  • বিকাশ অ্যাপ থেকে আপনার বিকাশ একাউন্টে লগইন করে প্রবেশ করুন.
  • এবার আপনাকে বিকাশ অ্যাপের ড্যাশবোর্ড থেকে লোন সেকশনটি ক্লিক করুন

উপরের লোনে ক্লিক করার পর নিচের ছবির মত আসবে, আমি ইতিমধ্যে একটি লোন এক্টিভ করেছি, তাই নতুন করে আর কোন লোন পাবো না.

এই লোন পরিশোধ হয়ে গেলে এরপর আবার একটি লোন নিতে পারব…

লোন নেওয়া শেষ হয়ে গেলে কত তারিখে আপনার বিকাশ একাউন্ট থেকে Taka কেটে নেওয়া হবে সেটি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

পরবর্তীতে বেশি লোন এর টাকা হলে অবশ্যই আপনাকে লোন এর টাকা দিতে বিলম্ব করা যাবে না। লোনের উপর ব্যাংক প্রসেসিং ফি ০.৫৭৫% (০.৫% + ভ্যাট)

Source: bKash

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *