মার্কশীট সহ এসএসসি রেজাল্ট ২০২৩
অনেক স্টুডেন্টদের একটাই প্রশ্ন এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে? আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি —— 2023 তারিখে এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে, কিভাবে এসএসসি রেজাল্ট চেক করবেন সেই নিয়ম গুলো এখানে শেয়ার করা হবে। মার্কশীট সহ এসএসসি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে।
দেখুন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার সময়সূচি
এসএসসি রেজাল্ট 2023 কবে দিবে?
এবারের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার সম্ভাব্য তারিখ —–, সরকার চাইলে যেকোন সময়ে তারিখ পরিবর্তন করে আগে অথবা উপরে রেজাল্ট প্রকাশ করতে পারে। তবে আমাদের তথ্যমতে 2023 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট আগামী ————- রিলিজ হবে।
এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট গ্রেড ক্যালকুলেশন
এসএসসি পরীক্ষায় পাশ ফেলের হিসাবটা আমরা সকলেই জানি, সাথে এটাও জানি কত নাম্বার পেলে এ প্লাস এ মাইনাস এবং এ গ্রেড পাওয়া যায়, শূন্য থেকে 32 এর মধ্যে যদি আপনি নাম্বার পান তাহলে আপনি পরীক্ষায় ফেল, 33 থেকে 39 হলে আপনি মোটামুটি ভাবে পাশ করে যাবেন। বিস্তারিত নিচে দেওয়া হল
গ্রেড নাম | গ্রেড পয়েন্ট | নাম্বার |
---|---|---|
F | 0.00 | 00 থেকে 32 |
D | 1:00 | 33 থেকে 39 |
C | 2.00 | 40 থেকে 49 |
B | 3.00 | 50 থেকে 59 |
A- | 3.50 | 60 থেকে 69 |
A | 4.00 | 70 থেকে 79 |
A+ | 5.00 | 80 থেকে 100 |
কিভাবে এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করব?
বাংলাদেশের যে কোন মোবাইল ফোন থেকে আপনি এসএসসি/ দাখিল পরীক্ষার রেজাল্ট খুব সহজেই চেক করতে পারবেন সেজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
*** বোর্ডের স্থানে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখুন… যেমন
ঢাকা হলে DHA
চিটাগাং হলে CHI
বরিশাল হলে BAR
কুমিল্লা হলে COM
রাজশাহী হলে RAJ
দিনাজপুর হলে DIN
যশোর হলে JAR
সিলেট হলে SYL
ময়মনসিং হলে MYM
মাদ্রাসা বোর্ড হলে MAD
টেকনিকেল ভোট হলে TEC
SSC<space>Board<space>Roll Number<space>2023 এরপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে.
SSC DHA 123456 2023
আপনি ঢাকা বোর্ডের হলে এই নিয়মে আপনার মোবাইল থেকে এসএমএস করে 16222 নাম্বারে পাঠিয়ে দিন
Dakhil MAD 098780 2023
আপনি মাদরাসা বোর্ডের হলে এই নিয়মে আপনার মোবাইল থেকে এসএমএস করে 16222 নাম্বারে পাঠিয়ে দিন
আপনি সঠিক নিয়মে এসএমএস করে দিলে রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ফিরতি এসএমএসে আপনার এসএসসি রেজাল্ট জানিয়ে দেয়া হবে।
অনলাইন থেকে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এখনকার প্রায় সকল ছেলেমেয়ে ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম ,তাই আপনি চাইলে আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপ / কম্পিউটারের মাধ্যমে বাংলাদেশ এডুকেশন বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনার এসএসসি রেজাল্ট জেনে নিতে পারেন।
প্রথমে এই লিঙ্কে প্রবেশ করুন: www.educationboardresults.gov.bd
- সর্বপ্রথম আপনি কোন পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নিন
- এরপর কোন বছরের পরীক্ষা অর্থাৎ আপনি যে বছরের পরীক্ষা দিয়েছেন সেই Year সিলেক্ট করুন
- এবার আপনার বোর্ড নির্বাচন করুন
- এবার আপনার পরীক্ষার রোল নাম্বার দিন
- এখন রেজিস্ট্রেশন নাম্বার প্রবেশ করান
- আপনাকে ছোট্ট একটা অংক সমাধান করতে হবে সেটি করুন
- সবকিছু ঠিক থাকলে Submit (সাবমিট) বাটনে ক্লিক করুন
রেজাল্ট প্রকাশ হলে এবং সার্ভার যদি কোন রকমের সমস্যা না থাকে তাহলে সাবমিট বাটন ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আপনার SSC Result 2023 আপনার সামনে এসে হাজির হবে।
প্রিয় শিক্ষার্থী, এসএসসি রেজাল্ট জানতে আপনার যদি কোন রকমের অসুবিধা হয় অনুগ্রহ করে এই পোস্টের নিচে কমেন্ট করুন অল্প সময়ের মধ্যে আমরা আপনার রেজাল্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা-আল্লাহ…