মোবাইলে-প্রমোশনাল-এসএমএস-বন্ধ-করবেন-যে-নিয়মে

মোবাইলে প্রমোশনাল এসএমএস বন্ধ করবেন যে নিয়মে

মোবাইলে অফার সম্পর্কিত বিভিন্ন এসএমএস আমরা পেয়ে থাকে, হাতেগোনা কয়েকজন মানুষের সমস্যা না হলেও এখন এই এসএমএস গুলো বেশিরভাগ মানুষেরই খুব বেশি সমস্যা করছে।

কারণ এত পরিমান এসএমএস কোম্পানি থেকে আসা শুরু করেছে যা রীতিমতো মানুষকে বিরক্ত করে ফেলছে, তবে এই প্রমোশনাল এসএমএস গুলো থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে।
আজকের এই আর্টিকেলে আমরা জানবো বাংলাদেশের যে কোন মোবাইল অপারেটর কোম্পানিগুলো থেকে যেন প্রমোশনাল এসএমএস আর আসে।

আরোঃ ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ – ফোন থেকে টাকা কেটে নেওয়া বন্ধ করুন

বিশেষ করে যারা বিজনেস এর সাথে জড়িত রয়েছে তাদের মোবাইলে এরকম অহেতুক অফারের এসএমএস গুলো সত্যিই বিরক্তিকর, আবার এই প্রমোশনাল এসএমএস অনেক রাতে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে চলে আসে যা অনেকের সমস্যা হয়।

তাই আপনার যদি এই প্রমোশনাল এসএমএস আসাদ এর সমস্যা মনে হয় তাহলে এটি খুব সহজেই ফ্রিতে বন্ধ করে নিতে পারেন।

মনে রাখা ভাল এই পদ্ধতিগুলো অবলম্বন করার পরে নির্দিষ্ট অপারেটর থেকে আপনাকে শুধুমাত্র অফার কিংবা অপারেটর জাতীয় কোন এসএমএস পাবেন না কিন্তু সরকারি কিংবা পার্সোনাল যদি কেউ আপনাকে এসএমএস করে সেটি অবশ্যই পাবেন।

মোবাইলে প্রমোশনাল এসএমএস বন্ধ গ্রামীনফোনঃ (GP)

যেকোনো গ্রামীণফোনের মোবাইল থেকে ফ্রিতে ডায়াল করুনঃ *121*1101#

মোবাইলে প্রমোশনাল এসএমএস বন্ধ রবিঃ (Robi)

যেকোনো রবি নাম্বার থেকে অথবা এয়ারটেল নাম্বার থেকেও এই কোডটি ডায়াল করলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে *7#

দেখুনঃ বৈধ মোবাইল চেনার উপায় জেনে নিন (বিটিআরসি)

মোবাইলে প্রমোশনাল এসএমএস বন্ধ বাংলালিংকঃ (Banglalink)

*121*8*6# ডায়াল করে বন্ধ করুন সকল অফার এসএমএস আসা।

মোবাইলে প্রমোশনাল এসএমএস বন্ধ এয়ারটেলঃ (Airtel)

যেকোনো রবি নাম্বার থেকে অথবা এয়ারটেল নাম্বার থেকেও এই কোডটি ডায়াল করলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে *7#

মোবাইলে প্রমোশনাল এসএমএস বন্ধ করবেন যে নিয়মে ইফেক্টঃ

যারা নিত্য নতুন অফার পছন্দ করেন, যেমন ইন্টারনেট অফার, বান্ডেল অফার বা মিনিট প্যাকেজ গুলো অফারে কিনতে চান তাদের জন্য এই কাজটি করা মোটেও উচিত হবে না।

কারণ বিভিন্ন সময়ে মোবাইল অপারেটরগুলো স্পেশাল কিছু অফার এসএমএস করে থাকে আপনি প্রমোশনাল অফার এসএমএস বন্ধ করে দিলে সকল ধরনের অফার এসএমএস আসা বন্ধ হয়ে যাবে।

আপনার প্রয়োজনীয় মোবাইল অপারেটর থেকে উপরের যে কোন কোড ডায়াল করে মোবাইলে আসা অপ্রয়োজনীয় অফারের এসএমএস বন্ধ করে দিন ডায়াল করার 72 ঘন্টার মধ্যে আপনার কার্যক্রমটি সফল হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *