নগদ এ জিপি রিচার্জ ক্যাশব্যাক অফার
নগদ এ জিপি রিচার্জ ক্যাশব্যাক অফার! বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস হচ্ছে নগদ এটি ডাক বিভাগের ডিজিটাল লেনদেন 2019 সালে শুরু হওয়া এই মোবাইল ব্যাংকিং সার্ভিসটি শুরু করে প্রতিষ্ঠানটি, ইতিমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে।
সম্প্রতি একটি অফার চালু করেছে নগর থেকে গ্রামীণফোনের নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জের উপর দারুন ক্যাশব্যাক অফার চালু করেছে নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।
দেখুনঃ বিকাশ মোবাইল রিচার্জে ক্যাশব্যাক অফার
বর্তমান দুটি রিচার্জ অ্যামাউন্ট এর উপর ক্যাশব্যাক দিচ্ছে এবং দুটি এমনটি মিনিট বান্ডেল প্যাকেজ এই মিনিট বান্ডেল প্যাকেজ এর রিচার্জ গুলোর সাথে নির্দিষ্ট এমাউন্টের ক্যাশব্যাক পাবেন সকল গ্রাহকরা।
এখন ‘নগদ’ কাস্টমাররা যেকোনো গ্রামীনফোন নাম্বারে ১০৯ টাকার ভয়েস প্যাক রিচার্জ করলেই উপভোগ করতে পারবেন ১০ টাকা ক্যাশব্যাক অফার এবং ১৯৯ টাকার ভয়েস প্যাক রিচার্জ করলে উপভোগ করতে পারবেন ২০ টাকা ক্যাশব্যাক।
২৪ এপ্রিল, ২০২১ থেকে ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত এই “নগদ” এ জিপি রিচার্জ ক্যাশব্যাক অফার ২০২১
আরোঃ বিকাশ সেন্ড মানি ক্যাশব্যাক অফার 2021
Recharge | Bundle | Validity | Cashback |
Tk.109 | Call Rate_60p | 30 DAYS | 10 |
Tk.199 | Minute 310 | 30 DAYS | 20 |
“নগদ” এ জিপি রিচার্জ ক্যাশব্যাক অফার শর্ত সমূহঃ
- “নগদ’ গ্রাহকরা উপরের তালিকা অনুযায়ী যেকোনো গ্রামীণফোন নাম্বারে ‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি-এর মাধ্যমে রিচার্জ করলেই উপভোগ করতে পারবেন আনলিমিটেড ক্যাশব্যাক
- ‘নগদ’ গ্রাহকরা ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন, যদি তারা সরাসরি তাদের ‘নগদ’ একাউন্ট থেকে অ্যাপ অথবা ইউএসএসডি-এর মাধ্যমে উপরের টেবিল অনুযায়ী রিচার্জ করেন
- গ্রাহকরা যেই নাম্বার দিয়ে ‘নগদ’ একাউন্ট খুলেছেন/খুলবেন এবং উপরিউক্ত টেবিল অনুযায়ী রিচার্জ করবেন, সেই ‘নগদ’ একাউন্টেই ক্যাশব্যাকটি পাবেন
- ভয়েস প্যাকটি জিপি “প্রি-পেইড ও পোষ্ট-পেইড” উভয় নাম্বার এর জন্য প্রযোজ্য