ছেলে বাবুদের ইসলামিক অর্থবোধক নাম

ছেলে বাবুদের ইসলামিক অর্থবোধক নাম

ছেলে বাবুদের ইসলামিক অর্থবোধক নাম! একজন মানুষের পরিচয়ের গুরুত্বপূর্ণ ও মৌলিক মাধ্যম হলো তার নাম, নাম শুধু একজন মানুষের পরিচয় বহন করে না বরং তার চিন্তাভাবন্‌, রুচি অভিরুচি, স্বরূপ।

সুন্দর অর্থবোধক নাম মানসিকতার ওপর প্রভাব ফেলে এবং মন্দ অর্থবিহীন নামের কিছু না কিছু প্রভাব ব্যক্তির উপর পড়ে থাকে।

সেইজন্য ইসলামিক এবং সুন্দর অর্থসহ নাম রাখার গুরুত্ব অপরিসীম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ নাম রাখার ব্যাপারে তাঁর উম্মতকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেছেন।

আরো দেখুন: এয়ারটেল আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ

সন্তান জন্মগ্রহণ করার পর তার পিতা-মাতাকে এবং অভিভাবকদেরকে অধিক সতর্কতার সাথে নাম নির্ধারণ করার কথা বলেছে।

একটি ঘর বা একটি পরিবার হলো ফুল বাগানের মত সেখানে যখন কোন শিশু কলি হয়ে আসে তখন ওই পরিবারের বা তার পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব হল শিশুটির সুন্দর ও ইসলামিক অর্থ বহন করে এমন নাম রাখা, এভাবে বলতে পারি পিতা মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হলো তার জন্য ইসলামিক নাম নির্বাচন করা,  আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও  আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.”)

অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০

ইসলামে পুত্র সন্তানের ইসলামিক নাম রাখার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছেন তার কারণ হলো হাশরের ময়দানে- সেখানে পূর্বাপর সকল মানুষ একত্রিত হবে এবং ব্যক্তিকে তার নাম ও তার বাবার নামসহ ডাকা হবে।হযরত আবুদ দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন

;إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ

.কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। (আবু দাউদ)

সন্তান জন্মানোর ঠিক সাত দিনের মধ্যে উত্তম এবং অর্থবোধক নাম রাখার নির্দেশনা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ দিয়েছেন সন্তানের জন্য অর্থহীন কিংবা বিজাতীয় সংস্কৃতি অনুসরণ না করে সুন্দর ও অর্থবহ নাম রাখতে হবে কারণ কাফের-মুশরিক এবং কুখ্যাত পাপীদের নাম অনুসারে নাম রাখা হারাম যেসব সাহাবী কুৎসিত ও আপত্তিকর নাম ছিল নবী করিম (সাঃ) তা পরিবর্তন করে পুনরায় সুন্দর ও যথার্থ অর্থ বহন করে এমন নাম রেখে দিয়েছিলেন। এখানে আমরা উপলব্ধি করতে পারি যে ইসলামে সুন্দর অর্থবোধক নাম রাখা । 

আল্লাহ তাআলার কাছে সে সকল নাম সর্বাধিক প্রিয়, যেগুলোর মধ্যে বন্দেগী ও দাসত্বের প্রকাশ রয়েছে। অর্থাৎ ‘আব্দ’ শব্দটিকে নামের অংশ বানিয়ে আল্লাহ তাআলার কোনো নামের দিকে সম্বন্ধযুক্ত করা হয়েছে। যেমন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবদুর রহীম, আবদুর রাযযাক, আবদুল খালেক, আবদুস সাত্তার, আবদুর রব ইত্যাদি। এসকল নাম আল্লাহর কাছে অধিক প্রিয় তাই অনেকেই এই নামগুলো রাখেন, নাম গুলো প্রভাবে তাদের পুত্র সন্তানের ভবিষ্যৎ অত্যধিক সুন্দর হয়ে উঠে।

সবাই ইসলামিক নিয়ম অনুসারে সন্তানদের জন্য ইসলামিক সুন্দর সুমধুর সংক্ষিপ্ত অর্থবোধক, নাম নির্বাচন করি এবং নাম এর প্রভাবে আল্লাহ তাআলা তাদের ভবিষ্যৎ যেন সুন্দর সমৃদ্ধিতে ভরিয়ে তোলে এই কামনা করে, আপনাদের ছেলে সন্তানের জন্য কিছু ইসলামিক অর্থসহ নাম সংগ্রহ করার চেষ্টা করেছি আশা করি নামগুলো আপনাদের পছন্দ হবে এবং আপনার সন্তানের জন্য নির্ধারণ করতে পারবেন অতি সহজে।

আ দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম অর্থসহ

  • আজীজআহমদ = প্রশংসিতনেতাআজিজুলহক = প্রকৃতপ্রিয়পাত্র
  • আজীজুলইসলাম = ইসলামেরকল্যাণ
  • আজীব = আশ্চর্যজনক
  • আজীমুদ্দীন = দ্বীনেরমুকুট
  • আঞ্জাম = সম্পাদনআতহারইশরাক্ব = অতিপবিত্রসকাল
  • আতহারইহসাস = অতিপবিত্রঅনুভূতি
  • আ’ওয়ান = শক্তিশালী-বিজয়ী
  • আতহারজামাল = অতিপবিত্রসৌন্দর্য
  • আইউব = বিখ্যাতএকজননবীরনাম
  • আইদ = কল্যাণ
  • আইনুদ্দীন = দ্বীনেরআলো
  • আইনুলহাসান = সুন্দরইঙ্গিতদাতা
  • আইমান = দক্ষিণসৌভাগ্যমান
  • আউয়াল = প্রথম
  • আকিফ = উপাসক
  • আকিব = অনুগামী
  • আজিজ = ক্ষমতাবান
  • আজিজুররহমান = দয়াময়েরউদ্দেশ্য
  • আজিজুলহক = সৃষ্টিকর্তারপ্রিয়
  • আজিম = মহান
  • আতহারনূর = অতিপবিত্রআলো
  • আতহারফিদা = অতিপবিত্রজ্যোতির্মালা
  • আতহারমাসুম = অতিপবিত্রনিষ্পাপ
  • আতহারমুবারক = অতিপবিত্রশুভ
  • আবদুলকুদ্দুছ = মহাপাকপবিত্রেরগোলাম
  • আবদুলখালেক = সৃষ্টিকর্তারগোলাম
  • আবদুলগফুর = ক্ষমাশীলেরগোলাম
  • আবদুলফাত্তাহ = বিজয়কারীরগোলাম
  • আবদুলবারী = সৃষ্টিকর্তারগোলাম
  • আবদুলমাজিদ = বুযুর্গেরগোলাম
  • আবদুলমুজিব = কবুলকারীরগোলাম
  • আবদুলমুতী = মহাদাতারগোলাম
  • আবদুলমুবীন = প্রকাশেরদাস
  • আবদুলগাফফার = মহাক্ষমাশীলেরগোলাম
  • আবদুলজলিল = মহাপ্রতাপশালীরগোলাম
  • আবদুলজাব্বার = মহাশক্তিশালীরগোলাম
  • আবদুলদাইয়ান = সুবিচারেরদাস
  • আবদুলনাসের = সাহায্যকারীরগোলাম

ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

  • ইকতিদার = ক্ষমতাপ্রভাব
  • ইকবাল = উন্নতি
  • ইকরিমাহ্ = একজনসাহাবীররা:নাম
  • ইজতিহাদ = প্রয়োজন
  • ইজলাল = সম্মান
  • ইততেয়াজ = প্রয়োজন
  • ইতমাম = পরিপূর্ণতা
  • ইত্তসাফ = প্রশংসাযোগ্যতা
  • ইত্তহাদ = মিলনবন্ধুত্ব
  • ইদ্রীস = একজননবীরনাম
  • ইয়াসার = সম্পদ
  • ইয়াসীর = ধনী
  • ইয়াাকীন = বিশ্বাস
  • ইরতিজা = আশা
  • ইরফান = জ্ঞানবিজ্ঞান
  • ইলতিমাস = প্রার্থনা
  • ইলহাম = অনুপ্রেরণা
  • ইলিয়াছ = একজননবীরনাম

খ=দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

  • খালিদ = অটল
  • খালিস = বিশুদ্ধ
  • খালেদ = চিরস্থায়ী
  • খতিব = বক্তা
  • খফীফ = হালকা
  • খলীল = বন্ধু
  • খাত্তাব = -সুবক্তা
  • খুবাইব = দীপ্ত
  • খুররাম = সুখী

গ=দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

  • গিয়াস = সাহায্য
  • গওহর = মুক্ত
  • গজনফর = সিংহ
  • গণী = ধনী
  • গফুর = ক্ষমাশীল
  • গফুর = মহাদয়ালূ
  • গাজি = সৈনিক
  • গানেম = গাজীবিজয়ী
  • গাফফার = অতিক্ষমাশীল
  • গালিব”বিজয়ী
  • গালিব = বিজয়ী
  • গালিব = বিজেতা
  • গিয়াস = সাহায্য
  • গুলজার = বাগান
  • গোফরান”ক্ষমা
  • গোফরান = ক্ষমাশীল
  • গোলাম কাদের = কাদেরের দাস

ছ দিয়ে ছেলেদের নাম অর্থসহ

  • ছাওয়াবুল্লাহ = আল্লাহর প্রতিদান
  • ছাকীফ = দক্ষ/সপ্রতিভ/সাহাবীর নাম
  • ছাকীল = ভার
  • ছাকেব = তীক্ষ্নদৃষ্টি/অন্তদৃষ্টি
  • ছানা = প্রশংসা
  • ছানাউল বারী = মহান প্রভুর প্রশংসা
  • ছানাউল্লাহ = আল্লাহর প্রশংসা
  • ছানী সায়িদ = দ্বিতীয় সদার / ডেপুটি
  • ছাবেত = স্থির/প্রতিষ্ঠিত/সাহবীর নাম
  • ছামন = মূল্যবান
  • ছামনিুদ্দীন = মূল্যবান ধর্ম
  • ছামীন ইয়াসার = মূল্যবান সম্পদ
  • ছামের = ফলপ্রসু/ ফরপ্রদ
  • ছালাবা = একজন সাহবীর নাম
  • ছালিছ = মীমাংসাকারী/তৃতীয়
  • ছুমামা = এক ধরনের ঘাস

জ দিয়ে ছেলেদের নাম অর্থসহ

  • জওয়াদ = দানশীল/দাতা
  • জলীল = মহান
  • জসীম = শক্তিশালী
  • জহুরনামেরঅর্থপ্রকাশ
  • জাওয়াদ = দানশীল
  • জাকী = তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন
  • জাজাল = মহিমা
  • জাফর = প্রবাহ
  • জাফর = বড়নদী
  • জাফরনামেরঅর্থবিজয়
  • জাফির = সফল
  • জাবীনামেরঅর্থহরিণ
  • জাবেদ = উজ্জ্বল
  • জাব্বার = মহাশক্তিশালী
  • জামাল = সৌন্দর্য
  • জামিল = সুন্দর
  • জারিফ = বুদ্ধিমান
  • জারিফনামের = বুদ্ধিমান
  • জালাল = মহিমা
  • জাহিদ = সন্নাসী
  • জাহিন = বিচক্ষণ
  • জাহির = সুস্পষ্ট
  • জাহীদ = সন্ন্যাসী
  • জুনায়িদ = যুদ্ধা
  • জুহায়র = উজ্জ্বল

ত দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

  • তওকীর = সম্মানশ্রদ্ধা
  • তওফীক = সামর্থ্য
  • তওসীফ = প্রশংসা
  • তকী = ধার্মিক
  • তসলীম = অভিবাদন
  • তাউস = ময়ুর
  • তাজওয়ার = রাজা
  • তাজাম্মুল = মর্যাদা
  • তানভীর = আলোকিত
  • তানভীর = আলোকিত
  • তানযীম = সুবিন্যাসকারী
  • তাফাজ্জল = বদান্যতা
  • তামজীদ = প্রশংসা
  • তাযিন = সুন্দর
  • তারিক = “নক্ষত্রেরনাম
  • তালাল = চমৎকারপ্রশংসনীয়
  • তালিব = অনুসন্ধানকারী
  • তাসলীমনক্ষত্রেরনাম
  • তাসাওয়ার = চিন্তাধ্যান
  • তাহমীদ = সর্বক্ষণআল্লাহরপ্রশংশাকারী
  • তাহাম্মুল = ধৈর্য
  • তাহির = বিশুদ্ধপবিত্র
  • তাহের = পবিত্র

ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

  • নাঈম = স্বাচ্ছন্দ্য
  • নাজিব = বুদ্ধিমান
  • নাজীব = ভদ্র
  • নাদিম = সঙ্গী
  • নাদিমবন্ধু = সহচর
  • নাদীম = অন্তরঙ্গবন্ধু
  • নাফি = উপকারী
  • নাফীস = উত্তম
  • নাবহান = খ্যাতিমান
  • নাবিল = আদর্শলোক
  • নাবীহ = ভদ্র
  • নাযীম = ব্যবস্থাপক
  • নায়ীব = প্রতিনিধি
  • নাসির = সাহায্যকারী
  • নাসীম = বিশুদ্ধবাতাস
  • নাসীহ = উপদেশদাতা
  • নাসের = সাহায্যকারী
  • নিয়াজ = প্রার্থনা
  • নিয়ায = প্রার্থনা
  • নিরাস = প্রদীপ
  • নিহান = সুন্দর
  • নিহাল = চারাগাছ
  • নুমান = আল্লাহররহমতপ্রাপ্ত
  • নূর = আলো
  • নেসার = উৎসর্গ

ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

  • ফকিহ = জ্ঞানী
  • ফজল = অনুগ্রহ
  • ফয়সাল = মজবুত
  • ফয়সাল = বিচারক
  • ফয়েজ = সম্পদস্বাধীনতা
  • ফরিদ = অনুপম
  • ফরিদ = আলাদা
  • ফসীহ = বিশুদ্ধভাষী
  • ফহেত = বিজয়ী
  • ফাইয়ায = অনুগ্রহকারি
  • ফাইয়াজ = দাতাদয়ালু
  • ফাকীদ = অতুলনীয়
  • ফাতিন = উৎসর্গ
  • ফাতিন = সুন্দর
  • ফায়জান = শাসক
  • ফায়সাল = বিচারক
  • ফায়েক = উত্তম
  • ফারহান = প্রফুল্ল
  • ফারুক = মিথ্যাথেকেসত্যকেআলাদাকারী
  • ফালাহ = সফল
  • ফালাহ্ = সাফল্য
  • ফাহাদ = সিংহ
  • ফাহিম = বুদ্ধিমান
  • ফুয়াদ = অন্তর

ব দিয়ে ছেলেদের নাম অর্থসহ

  • বখতিয়ার = সৌভাগ্যবান
  • বজলু = অনুগ্রহ
  • বদর = পূর্ণিমারচাঁদ
  • বরকত = বৃদ্ধি
  • বরকত = সৌভাগ্য
  • বশীর = সৃসংবাদবহনকারী
  • বাকির = পছন্দনীয়
  • বাকী = চিরস্থায়ী
  • বাকের = বিদ্বান
  • বাবুর = সিংহ
  • বাশার = সুখবরআনয়নকারী
  • বাসিত = স্বচ্ছলতাদানকারী
  • বাসিম = সুখী
  • বাসিল = সাহসী
  • বাসীম = হাস্যোজ্জ্বল
  • বিলাল = একজনসাহাবীরা:এরনাম
  • বোরহান = প্রমাণ

ম দিয়ে ছেলেদের নাম অর্থসহ

  • .মাইমূন = সৌভাগ্যবান
  • মাকবুল = জনপ্রিয়
  • মাকহুল = সুরমাচোখ
  • মাকিল = বুদ্ধিমান
  • মাদীহ = প্রশংসাকারী
  • মাদের = প্রিয়
  • মানসূর = বিজয়ী
  • মামদুহ = প্রশংসিত
  • মামুন = সুরক্ষিত
  • মারমার = মার্বেলপাথর
  • মারুফ = গ্রহণীয়
  • মাশুক = ভালবাসার পাত্র
  • মাসরুপ = আনন্দিত
  • মাসরুর = সুখী
  • মাসুদ = সাক্ষী
  • মাসুদ = সৌভাগ্যবান
  • মাসুম = নিষপাপ
  • মাসুম = নিষ্পাপ
  • মাহতাব = চাঁদ
  • মাহদিসঠিক = পথপ্রাপ্ত
  • মাহফুজ = নিরাপদ
  • মাহফুজ = সুপক্ষিত
  • মাহবুব = প্রিয়
  • মাহবুব = বন্ধুপ্রিয়
  • মাহাদ = মৃত্যু
  • মাহীর = দক্ষ
  • মাহের = দক্ষ
  • মিনহাজ = রাস্তা
  • মিফতা = চাবি
  • মিসবাহ্ = আলো
  • মুইন = সাহায্যকারী
  • মুকাত্তার = পরিশোধিত
  • মুকাররাম = সম্মানীত
  • মুকাসীর = ভদ্র
  • মুখখার = মহিমান্বিত
  • মুজতাবা = মনোনীত
  • মুজাক্কির = স্মরণ
  • মুজাফ্ফার = জয়দীপ্ত
  • মুজাফ্ফার = বিজেতা
  • মুজাম্মিল = জড়ানো
  • মুজাহিদ = ধর্মযোদ্ধা
  • মুজিদ = লেখক
  • মুজিব = কবুলকারী
  • মুতসাভী = সমান
  • মুতাম্মীল = প্রশংসিত
  • মুতারাজ্জী = আনন্দদায়ক
  • মুতারাসসীদ = লক্ষ্যকারী
  • মুতাহাম্মীদ = ধৈর্যশীল
  • মুত্তকী = সংযমশীল
  • মুনওয়ার = দীপ্তিমান
  • মুনীফ = বিখ্যাত
  • মুনেম = দয়ালু
  • মুবতাসিম = হাস্যকরুন
  • মুবারক = ভাগ্যবান
  • মুবারক = শুভ
  • মুবাররাত = ধার্মিক
  • মুবারাক = শুভ
  • মুবাশশির = সৃসংবাদ আনয়ন কারী
  • মুমিন = বিশ্বাসী
  • মুয়ীয = সম্মানিত
  • মুরতাহ = সুখী/আরাম আয়েশী
  • মুরাদ = আকাঙ্খা
  • মুরাদ্দীদ = চিন্তাশীল
  • মুরীর = দিপ্তীমান
  • মুশতাক = আগ্রহী
  • মুশফিক = দয়ালু
  • মুশফিক = বন্ধু
  • মুসতাকিম = সঠিক
  • মুস্তফা = মনোনীত
  • মুস্তাকিম = সোজাপথ
  • মুস্তাফিজ = উপকৃত
  • মুহতসিম = মহান ক্ষমতা বান
  • মুহীব = প্রেমিক
  • মেসবাহ = প্রদীপ
  • মোয়াজ্জেম = মর্যাদা সম্পন্ন
  • মোয়াম্মার = সম্মানিত
  • মোরশেদ = পথপ্রদর্শক
  • মোসলেহ = সংস্কারক
  • মোসাদ্দেক = প্রত্যয়নকারী
  • মোহসেন = উপকারী

র দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম

  • রাশিদআরিফ = সঠিক পথে পরিচালিত জ্ঞানী
  • রাশিদআসেফ = সঠিক পথে পরিচালিত যোগ্য ব্যক্তি
  • রাশিদআহবাব = সঠিক পথে পরিচালিত বন্ধু
  • রাশিদতকী = সঠিক পথে পরিচালিত ধার্মিক
  • রাশিদতাজওয়ার = সঠিক পথে পরিচালিত রাজা
  • রাশিদতালিব = সঠিক পথে পরিচালিত অনুসন্ধানকারি
  • রাশিদমুজাহিদ = সঠিক পথে পরিচালিত ধর্মযোদ্ধা
  • রাশিদমুতারাদ্দীদ = সঠিক পথে পরিচালিত চিন্তাশীল
  • রাশিদমুতারাসসীদ = সঠিক পথে পরিচালিত লক্ষ্যকারী
  • রাশিদমুতাহাম্মিল = সঠিক পথে পরিচালিত ধৈর্যশীল
  • রাশিদমুবাররাত = সঠিক পথে পরিচালিত ধার্মিক
  • রাশিদলুকমান = সঠিক পথে পরিচালিত জ্ঞানী ব্যক্তি
  • রাশিদশাবাব = সঠিক পথে পরিচালিত জীবনের শ্রেষ্ঠ
  • রাশিদশাহরিয়ার = সঠিক পথে পরিচালিত রাজা
  • রাশীক = নাজুক সুন্দর
  • রাশীদ = সরল শুভ
  • রাশীদনাইব = সঠিক পথে পরিচালিত প্রতিনিধি
  • রাহমাত = দয়া
  • রাহমান = করুণাময়
  • রাহমান = দয়ালু
  • রাহাত = সুখ
  • রাহাত = স্বাচ্ছন্দ্য
  • রাহিম = দয়ালু
  • রাহীম = দয়ালু
  • রিজওয়ান = জান্নাতীদূত
  • রিজওয়ান = সন্তুষ্টি
  • রিয়াদ = বাগান
  • রিহান = রাজা
  • রুকুনদ্দীন = দ্বীনের স্ফুলিঙ্গ

শ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

  • শফিক = দয়ালু
  • শফিক = দয়ালূ
  • শাকিব = উজ্জ্বলদ্বীপ্ত
  • শাকিল = সুপুরুষ
  • শাকীল = সুপুরুষ
  • শাকের = কৃতজ্ঞ
  • শাদমান = আনন্দিত
  • শাদাত = সৌভাগ্য
  • শাদাব = সবুজ
  • শাফকাত = দয়া
  • শাবাব = জীবনেরশ্রেষ্ঠসময়
  • শামিম = সুঘ্রাণ
  • শামীম = চরিত্রবানসুন্দর
  • শারার = ঝলক
  • শাহরিয়ার = রাজা
  • শাহাদ = মধু
  • শাহামাত = সাহসিকতা
  • শিতাব = দ্রুত
  • শিহাব = উজ্জ্বলতারকা

স দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

  • সফওয়াত = মহান
  • সফিকুলহক = প্রকৃতগোলাম
  • সলীমুদ্দীন = দ্বীনেরসাহায্য
  • সাইফুদ্দীন = দ্বীনেরসূর্য্য
  • সাইফুলইসলাম = ইসলামেরপ্রিয়
  • সাইফুলহক = প্রকৃততরবারী
  • সাইফুলহাসান = সুন্দরকল্যাণ
  • সাইয়্যেদ = সরদার
  • সাকিবসালিম = দীপ্তস্বাস্থ্যবান
  • সাকীফ = সুসভ্য
  • সাকীব = উজ্জল
  • সাকীব = উজ্জ্বলদীপ্ত
  • সাখাওয়াতহুসাইন = সুন্দরআলোবিচ্ছুরক
  • সাজেদররহমান = দয়াময়েরসামনেমস্তকঅবনমিতকারী
  • সাদিক = সত্যবান
  • সাদিকুলহক = যথার্থপ্রিয়
  • সাদেকুররহমান = দয়াময়েরসত্যবাদী
  • সাদ্দামহুসাইন = সুন্দরবন্ধু
  • সাফওয়ান = স্বচ্ছশিলা
  • সাবাহ = সকাল
  • সাবেত = অবিচল
  • সাব্বীরআহমেদ = প্রশংসিতসাহায্যকারী
  • সামছুদ্দীন = দ্বীনেরউচ্চতর
  • সামিন = মূল্যবান
  • সামিনইয়াসার = মুল্যবানসম্পদ
  • সামিহ = ক্ষমাকারী
  • সামীম = চরিত্রবান
  • সালাউদ্দীন = দ্বীনেরভদ্র
  • সালাম = শান্তিনিরাপত্তা
  • সালামাত = নিরাপদশান্ত
  • সালাহ = সৎ
  • সালিক = সাধক
  • সালিম = নিখুঁত
  • সালিমশাদমান = স্বাস্থ্যবানআনন্দিত
  • সিরাজ = প্রদীপ

হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

  • হাজিক = বুদ্ধিমান
  • হাদীদ = লোহা
  • হানিফ = ধার্মিক
  • হান্নান = থঅতিদয়ালু
  • হারিস = বন্ধু
  • হালিম = ভদ্র
  • হালীম = ভদ্রনম্র
  • হাসনাত = গুণাবলি
  • হাসিন = সুন্দর
  • হাফিজ = রক্ষাকারী
  • হাফিজ = হিফাজতকারী
  • হাবিব = পছন্দনীয়
  • হাবীব = বন্ধু
  • হামদান = প্রশংসাকারী
  • হামদান = প্রশংসাকারী<
  • হামিদ = প্রশংসাকারী
  • হামিদ = মহাপ্রশংসাভাজন
  • হামী”রক্ষাকারী
  • হামীম = বন্ধু
  • হাম্মাদ = অধিকপ্রশংসাকারী
  • হায়াত = জীবন
  • হিশাম = বদান্যতা
  • হুসাম = ধারালোতরবারি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *